আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
136 views
in সালাত(Prayer) by (41 points)
edited by
Assalamualaikum Wa rohmatullohi wa barokatuh
১.আমি যোহরের ফরজ সালাত পড়ার সময় শেষ বৈঠকে সাহু সিজদা দিয়েছি।সাহু সিজদা দেওয়ার পর যখন দরুদ পড়ব তখন ভুল করে ওযুর পরের দোয়াটা( আল্লহুম্মায / আল্লহুম্মায আলনী) এত টুকু অংশ পড়ে ফেলেছি(পুরাটা পড়িনি) তারপর মনে হওয়ার সাথে সাথে দরুদ পড়েছি দোয়া মাসুরা পড়ে সালাত শেষ করেছি।

আমার কি সালাত হয়েছে?

২.নামাযের ভিতর অনেক ওয়াসওয়াসা আসে যার জন্য নামাযে ভুল করে ফেলি মাসআলা নিয়ে কনফিউশন হয় এক্ষেত্রে কী করণীয়।?
3. নামাযের কোনো মাসআলা জানার জন্য আই ফাতওয়া তে প্রশ্ন করলে যখন ওয়েট৷ করি উত্তর জানার জন্য  তখন কেমন অস্থিরতা কাজ করে যে নামায  হয় নি একটা মানসিক চাপে থাকি, ভয় কাজ করে তখন কি করা উচিত?

1 Answer

0 votes
by (583,020 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم


(০১)
নামাজের সেজদায়, শেষ বৈঠকের তাশাহ্হুদের পর, সালাম ফেরানোর আগে দোয়া কুরআন হাদীসে বর্ণিত দোয়া পাঠ করা যায়।

হাদীস শরীফে এসেছেঃ- 
ইবনে মাসউদ (রাঃ) কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে তাশাহ্হুদ শিক্ষা দিতেন। এরপর তিনি হাদিসের শেষের দিকে বলেন: "এরপর যা ইচ্ছা প্রার্থনা করবে।"[সহিহ বুখারী (৫৮৭৬) ও সহিহ মুসলিম (৪০২)]

حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ عِمْرَانَ الثَّعْلَبِيُّ الْكُوفِيُّ، حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ الدِّمَشْقِيِّ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ، وَأَبِي، عُثْمَانَ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ قَالَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ فُتِحَتْ لَهُ ثَمَانِيَةُ أَبْوَابِ الْجَنَّةِ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ "

উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করার পর বলেঃ “আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তা'আলা ব্যতিত আর কোন ইলাহ নেই, তিনি এক, তার কোন শরীক নেই; আমি আরো সাক্ষ্য দিচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দাহ ও তারই রাসূল; হে আল্লাহ! আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত কর এবং আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত কর”, তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে। সে নিজ ইচ্ছামত যে কোন দরজা দিয়েই তাতে যেতে পারবে। 
(তিরমিজি ৫৫)

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
যেহেতু নামাজের সেজদায়, শেষ বৈঠকের তাশাহ্হুদের পর, সালাম ফেরানোর আগে দোয়া কুরআন হাদীসে বর্ণিত দোয়া পাঠ করা যায়।
সেই হিসেবে অযুর শেষের দোয়াটিও যেহেতু হাদীসে বর্ণিত দোয়া।
তাই প্রশ্নে উল্লেখিত ছুরতে শেষ বৈঠকে উক্ত দোয়া পাঠ করাতে আপনার সালাত ভেঙ্গে যায়নি।
আপনার সালাত শুদ্ধ হয়েছে।

(০২)
ওয়াসওয়াসাকে পাত্তা না দিয়ে প্রবল ধারনা যেদিকে সেটির উপর আমল করবেন।
কোনোদিকে প্রবল ধারনা না হলে (যেমন সেজদার সংখ্যা নিয়ে সন্দেহ হলে) কমটাকে ধরে নিয়ে বাকিটা আদায় করবেন,শেষে সেজদায়ে সাহু আদায় করবেন।

(০৩)
আল্লাহর উপর ভরসা করবেন।
আল্লাহর কাছে দোয়া চালিয়ে যাবেন,ইনশাআল্লাহ অস্থিরতা কেটে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 139 views
0 votes
1 answer 156 views
...