আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
496 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (68 points)

ইলা, হুরমত ও অন্য দুটি বিষয়ে বেসিক মাসআলা জানতে চাই,  ধর্য্য নিয়ে সংক্ষেপে এগুলোর জবাব দিলে উপকার হবো মুফতি সাহেব। জাজাকাল্লাহ। 

১. আমি এবং আমার স্ত্রীর আকদ অর্থাৎ বিবাহ সম্পন্ন হয়েছে, কিন্তু আমরা এখনো একত্রে বসবাস শুরু করি নি। তো আমি তাকে একদিন বলি যে "আমি অনুষ্ঠান করে উঠিয়ে নিয়ে যাওয়া পর্যন্ত সহবাস করবো না"। সেও রাজি হয়। কিন্তু আমরা তাও মাঝেমধ্যে সহবাস করতে চাই, কিন্তু বিভিন্ন কারণে হয়ে উঠে নি, নিজেরা একে অপরকে মাঝেমধ্যে সহবাসের ইচ্ছা প্রকাশ করি।   এখন আমার এই কথা দ্বারা কি ইলা হবে?

২. কেও যদি তার বউকে রাগ বলে যে, "তোমার সাথে আর সহবাস করবো না" তবে আল্লাহর নাম বা সিফত নিয়ে শপথ না করে তবে কি ইলা হবে? ইলার জন্য কি আল্লার নাম বা সিফত নিয়ে শপথ করা শর্ত?অন্যতা কি ইলা হয় না?

৩. কেও যদি তার মা/মেয়ের স্পর্শে উত্তেজিত হয়ে যায়, আর লিঙ্গে রক্ত আসা শুরু হয়, কিন্তু মা/মেয়ের সাথে সহবাসের ইচ্ছে ও নাই এতে কি হুরমত হবে?

৪.কেও যদি তার মা/মেয়ের স্পর্শে উত্তেজিত হয়ে যায়, তখন যদি অনিচ্ছায় আসা কল্পনায় মা/মেয়ের সাথে খারাপ কাজের চিন্তা চলে আসে, কিন্তু মনে তাদের প্রতি কোনো সহবাসের ইচ্ছে নাই,এতে কি হুরমত হবে?

৫. কেও যদি বলে তোমার বউ এর সাথে কি ব্রেকাপ হয়ে গেছ স্বামী যদি মজা করে হ্যা বলে দেয় এতে কি, তাদের বিবাহে সমস্যা হবে?

৬."অমুক কাজ করে তোমাকে ছাইড়া দিবো" বউকে এমনটা বললে ই তালাক পতিত হয়ে যায়?

৭. আকদ  হয়ে যাওয়া তথা বিবাহিত দম্পতির মাঝে যদি বউ বলে যে, "সিংগেল থাকলে আমার বিয়ে হয়ে যেতো" (পরিবার বিয়ে দিতো বুঝিয়েছে) /আমাদের বিয়ে হলে এইসব কাজ করবো(বিয়ে বলতে অনুষ্ঠান বুঝিয়েছে) / আমার নানু খালি বিয়ার জন্য পাত্র দেখে (ওর নানু জানে না বিয়ের কথা,  অন্যরা জানে)। আর স্বামী যদি বলে তোমার বিয়ের জন্য নানু কি পাত্র দেখতেছেন? তাদের এসব কথায় কি তাদের বিবাহে সমস্যা হবে?

৮. " তোমরা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো" এই কথা শুনে যদি কেও ভাবতে থাকে যে রাসুলের আনুগত্য তো আল্লাহর আনুগত্যে মতো হবে না, রাসুলের অনুসরণ হবে। এইসব ভাবার সময় এটা যে কোরআনের আয়াত খেয়ালে ছিলো কিনা পুরোপুরি মনে নাই। এই সব ভাবনা কি সঠিক না ভুল হয়েছে পরে সে খেয়াল করে। য এইসব ভাবনায় কি ইমানে সমস্যা হবে?

৯.  এক জাগায় সুরা বাকারার ২৭৮ নং আয়াত দেখে, কেও মনে করলো সুরা বাকারায় তো ২৫৮ আয়াত, এরা ২৭৮ পেলো কই৷ পরে চ্যাক করে দেখা গেলো ২৮৬,  আসলে জেহেনে ছিলো না তখন,এতে কি কুফর হবে?

1 Answer

0 votes
by (591,600 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!

(১) কেউ যদি তার স্ত্রীকে বলে "আমি অনুষ্ঠান করে উঠিয়ে নিয়ে যাওয়া পর্যন্ত সহবাস করবো না"। এবং স্ত্রী ও রাজি হয়।  এই কথা দ্বারা ইলা হবে না।কেননা ইলার জন্য শর্ত হল, আল্লাহর নাম বা সিফাত উল্লেখ করে শপথ করা।

(২)কেউ যদি তার বউকে রাগ বলে যে, "তোমার সাথে আর সহবাস করবো না" তবে আল্লাহর নাম বা সিফত নিয়ে শপথ না করে তবে ইলা হবে না।কেননা ইলার জন্য আল্লার নাম বা সিফত নিয়ে শপথ করা শর্ত।অন্যথায় ইলা হবে না।

الْإِيلَاءُ مَنْعُ النَّفْسِ عَنْ قُرْبَانِ الْمَنْكُوحَةِ مَنْعًا مُؤَكَّدًا بِالْيَمِينِ بِاَللَّهِ أَوْ غَيْرِهِ مِنْ طَلَاقٍ أَوْ عَتَاقٍ أَوْ صَوْمٍ أَوْ حَجٍّ أَوْ نَحْوِ ذَلِكَ مُطْلَقًا أَوْ مُؤَقَّتًا بِأَرْبَعَةِ أَشْهُرٍ فِي الْحَرَائِرِ وَشَهْرٍ فِي الْإِمَاءِ مِنْ غَيْرِ أَنْ يَتَخَلَّلَهَا وَقْتٌ يُمْكِنُهُ قُرْبَانُهَا فِيهِ مِنْ غَيْرِ حِنْثٍ كَذَا فِي فَتَاوَى قَاضِي خَانْ فَإِنْ قَرِبَهَا فِي الْمُدَّةِ حَنِثَ وَتَجِبُ الْكَفَّارَةُ فِي الْحَلِفِ بِاَللَّهِ سَوَاءٌ كَانَ الْحَلِفُ بِذَاتِهِ أَوْ بِصِفَةٍ مِنْ صِفَاتِهِ يَحْلِفُ بِهَا عُرْفًا وَفِي غَيْرِهِ الْجَزَاءُ وَيَسْقُطُ الْإِيلَاءُ بَعْدَ الْقُرْبَانِ وَإِنْ لَمْ يَقْرُبْهَا فِي الْمُدَّةِ بَانَتْ بِوَاحِدَةٍ كَذَا فِي الْبُرْجَنْدِيِّ شَرْحِ النُّقَايَةِ.
(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৪৭৬)

(৩)কেউ যদি তার মা/মেয়ের স্পর্শে উত্তেজিত হয়ে যায়, আর লিঙ্গে রক্ত আসা শুরু হয়, কিন্তু মা/মেয়ের সাথে সহবাসের ইচ্ছে না থাকে,তাহলে এতে হুরমত হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1233

(৪)কেউ যদি তার মা/মেয়ের স্পর্শে উত্তেজিত হয়ে যায়, তখন যদি অনিচ্ছায় আসা কল্পনায় মা/মেয়ের সাথে খারাপ কাজের চিন্তা চলে আসে,তাহলে হুরমত হয়ে যাবে।  খারাপ ইচ্ছা আর সহবাসের ইচ্ছা তো প্রায় একই।

(৫)কেউ যদি বলে তোমার বউ এর সাথে কি ব্রেকাপ হয়ে গেছে, স্বামী যদি মজা করে হ্যা বলে দেয়,যদি ব্রেকাপ প্রশ্নের স্বামীর উত্তর দ্বারা স্বামীর তালাকের নিয়ত থাকে,তাহলে তালাক হবে নতুবা তালাক হবে না।

(৬)"অমুক কাজ করে তোমাকে ছাইড়া দিবো" বউকে এমনটা বললে, তালাক পতিত হবে না।কেননা সে ভবিষ্যতে তালাক দিবে বলেছে,আর ভবিষ্যত সূচক শব্দ দ্বারা তালাক হবে না।

(৭)আকদ হয়ে যাওয়া তথা বিবাহিত দম্পতির মাঝে যদি বউ বলে যে, "সিংগেল থাকলে আমার বিয়ে হয়ে যেতো" (পরিবার বিয়ে দিতো বুঝিয়েছে) /আমাদের বিয়ে হলে এইসব কাজ করবো(বিয়ে বলতে অনুষ্ঠান বুঝিয়েছে) / আমার নানু খালি বিয়ার জন্য পাত্র দেখে (ওর নানু জানে না বিয়ের কথা,  অন্যরা জানে)। আর স্বামী যদি বলে তোমার বিয়ের জন্য নানু কি পাত্র দেখতেছেন?

তাদের এসব কথায় তাদের বিবাহে কোনো সমস্যা হবে না।

(৮)" তোমরা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো" এই কথা শুনে যদি কেউ ভাবতে থাকে যে রাসুলের আনুগত্য তো আল্লাহর আনুগত্যে মতো হবে না, রাসুলের অনুসরণ হবে। এইসব ভাবার সময় এটা যে কোরআনের আয়াত খেয়ালে ছিলো কিনা পুরোপুরি মনে নাই। এই সব ভাবনা কি সঠিক না ভুল হয়েছে পরে সে খেয়াল করে। এইসব ভাবনায় ইমানে সমস্যা হবে না।তবে এটা উনাকে স্বরণে রাখতে হবে, রাসূলুল্লাহ সাঃ এর অানুগত্যই আল্লাহর আনুগত্য।

(৯) এক জাগায় সুরা বাকারার ২৭৮ নং আয়াত দেখে, কেউ মনে করলো সুরা বাকারায় তো ২৫৮ আয়াত, এরা ২৭৮ পেলো কই৷ পরে চ্যাক করে দেখা গেলো ২৮৬,  আসলে জেহেনে ছিলো না তখন,এতে কুফর হবে না।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/4560


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (591,600 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by (68 points)
কেও যদি তার মা/মেয়ের স্পর্শে উত্তেজিত হয়ে যায়, তখন যদি অনিচ্ছায় আসা কল্পনায় মা/মেয়ের সাথে খারাপ কাজের চিন্তা চলে আসে, কিন্তু মনে তাদের প্রতি কোনো সহবাসের ইচ্ছে নাই,এতে কি হুরমত হবে?

আসলে মুফতি সাহেব চিন্তা বলতে, কল্পনাই বুঝিয়েছি।
 
যেমন মাঝেমধ্যে কোনো কল্পনা করার ইচ্ছে নাই বা ভাবার ইচ্ছে নাই তাও শয়তানের কারণে অনিচ্ছা সত্ত্বেও খারাপ কল্পনা চলে আসে... তবে কি হুরমত হবে? (বাস্তবিক ওদের সাথে কিছুই করার ইচ্ছে নাই) অনেক সময় মানুষের মনে না চাইতেওতো আল্লাহ কে নিয়েও বিভিন্ন কল্পনা চলে আসে। এমন বিষয় আরকি, বুঝাতে পারছি কি না জানিনা। একটু জানিয়ে  দিলে এই বিষয়ে নিশ্চিত হতাম
by (591,600 points)
সহাবাসের পূর্ণ  ইচ্ছা না থাকলে হুরমত হবে না। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...