আসসালামু 'আলাইকুম ওয়ারহমাতুল্লাহী ওয়াবারকাতুহ।
শাইখ, আমার বাবা লন্ডনে থাকেন। সম্প্রতি আমার বাবা সেই দেশে গ্রীন কার্ডের সমপরিমাণ কিছু পেয়েছেন এবং আগামী তিন বছর পর আসল গ্রীনকার্ড পেয়ে যাবেন বলে আশা করেন। এখন তিনি চেষ্টা করছেন আমার মা এবং আমাদের দুই বোনকে স্থায়ীভাবে বসবাসের নিয়তে সেখানে নিয়ে যাবার জন্য। আব্বুর ইচ্ছে আমরা সেখানে গিয়ে উউচ্চশিক্ষা অর্জন করবো, অনেক উন্নত ভালো জীবনযাপন করবো। আব্বু আরো চান আমাকে ওই দেশের একজন এর সাথে বিয়ে করিয়ে দিতে। আল্লাহ ই সর্বোত্তম পরিকল্পনাকারী। (উল্লেখ্য আমার বয়স ১৯+)
আমার আব্বু খুবই কঠিন মানুষ। আলিমগনের যেসব ফতোয়া উনার মনমতোন হবে না উনি সেগুলো তাচ্ছিল্য ভরে উপেক্ষা করে থাকেন। আমি জানি কাফির দেশে যাওয়ার ব্যাপারে ইসলামের নিষেধাজ্ঞা আছে। কিন্তু উপযুক্ত রেফারেন্স সমৃদ্ধ সুস্পষ্ট কোনো জ্ঞান এই বিষয় এ আমার নেই। আমি তাই খুবই অপরাগ আমার বাবাকে বুঝানোর ব্যাপারে। আপনাদের কাছে তাই বিনীত অনুরোধ, কাফির দেশে স্থায়ী বসবাসের নিয়তে যাওয়ার ব্যাপারে ইসলামের হুকুমমত কিরকম? যেন সেটি আমি আব্বুকে দেখাতে পারি। ইনশাআল্লাহ।
দ্বিতীয়ত,
শাইখ যেহেতু আমি অবিবাহিতা, মা-বাবার অধিনেই আমার থাকতে হয়, সেক্ষেত্রে আমার দিক থেকে না যাওয়ার জন্য সবরকম চেষ্টা করার পরেও যদি আমায় যেতে বাধ্য করা হয়, তাহলে আমি কি করবো? আমি কি বাবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিদেশে না যাওয়ার ব্যাপারে অটল থাকবো নাকি বাবার আদেশ মেনে সেখানে চলে যাবো? কাফির দেশে যাওয়ার ব্যাপারে একান্ত প্রয়োজন এ যে তিনটি শর্তারোপ করা হয়েছে, সেই তিনটির কোনোটির ব্যাপারেই আমি এই নিশ্চয়তা দিতে পারিনা যে সেখানে নিজের ইমান টিকিয়ে আমি বসবাস করার মতো জ্ঞান এবং সাহস রাখি। সেক্ষেত্রে আমার জন্য কোনটি ফরজ? বাবার আদেশ মানা নাকি অমান্য করা?
বাবা বিদেশে যাওয়াকে কেন্দ্র করে আমার জন্য আসা বিয়ের প্রস্তাব গুলো ও ফেরত পাঠিয়ে দিচ্ছেন। আগামী তে যদি এমন কোনো প্রস্তাব আসে(ইনশাআল্লাহ) যা সবদিক থেকে পছন্দসই, আমি কি বাবার বিনা অনুমতি তে সেখানে অন্য মাহরামদের উপস্থিতি তে নিজের ইচ্ছেয় বিয়ে করে নিতে পারবো?
বিষয়গুলো নিয়ে আমি খুবই অস্থিরতা অনুভব করছি। তাই যথাসম্ভব দ্রুত উত্তর এর প্রত্যাশা রাখছি। ইনশাআল্লাহ।
আসসালামু 'আলাইকুম ওয়ারহমাতুল্লাহী ওয়াবারকাতুহ।