বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাঃ বলেনঃ
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( تُنْكَحُ الْمَرْأَةُ لِأَرْبَعٍ : لِمَالِهَا ، وَلِحَسَبِهَا ، وَلِجَمَالِهَا ، وَلِدِينِهَا ، فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَاكَ)
চারটি জিনিস দেখে মহিলাকে সাধারণত বিয়ে করা হয়,(১)সম্পদ(২)বংশ(৩)সুন্দর্য্য (৪)দ্বীনদারী
তুমি দ্বীনদারীকে অগ্রাধিকার দাও।
{যদি তা না করো তবে তুমি ক্ষতিগ্রস্ত হবে(تَرِبَتْ يَدَاكَ এর অনেক ব্যাখার একটি ব্যাখা)}(সহীহ বুখারী-৪৮০২সহীহ মুসলিম-১৪৬৬)
রাসূলুল্লাহ সাঃ দ্বীনদার, আল্লাহ ওয়ালা দেখে বিয়ে করার কথা জন্য বলেছেন, আর আলিম/আলিমারাই আল্লাহকে ভয় করে, যেমন আল্লাহ তা'আলা বলেন,
إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ ۗ إِنَّ اللَّهَ عَزِيزٌ غَفُورٌ
আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই কেবল তাঁকে ভয় করে। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী ক্ষমাময়।(সূরা ফাতির-২৮)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
"রাসুলুল্লাহ সাঃ নিজেই বেশি শিক্ষিতা নারীদের কে বিয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে বলেছেন।"
এমন কথা রাসূলুল্লাহ সাঃ কখনো বলেননি। বরং শিক্ষাকে রাসূলুল্লাহ সাঃ পছন্দ করেন।এবং রাসূলুল্লাহ সাঃ এর দাওয়াতের বিরাট একটি অংশ শিক্ষাকে কেনন্দ্র করেই হয়েছিলো।