বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্ত্রী ওয়াসওয়াসার রোগী। কিছুদিন আগে স্বামী স্ত্রীকে বলেছিল সে কখনো কেনায়া বাক্য নিয়তে বলে নাই।
একদিন স্ত্রী স্বামীকে ওয়াসওয়াসায় পরে বলল, নিয়তে বলেছ বলেছিলে।
তখন স্বামী বলে, আমি নিয়তে বলি নাই।
এইখানে তা*** এর মজলিশ হবে না।
২. স্বামীকে স্ত্রী জিজ্ঞেস করল "তুমি কি কেনায়া বাক্য নিয়তে বলেছিলে?
তখন স্বামী বলে তোমার কি মনে হয় বলেছি?
তখন স্ত্রী বলে- নাহ।
এইখানেও তা*** এর মজলিশ হবে না।
৩. স্বামী স্ত্রী এক সাথে বসে কথা বলার সময় তা** এর মজলিশ হলো। তখন স্বামী বলল শুয়ে যাও। স্বামীর কথায় স্ত্রী সেই জায়গায় শুয়ে পরলো, স্বামী তখন স্ত্রীর সাথে শুয়ে ফোনের কাজে বা ভিডিও দেখাতে মনোযোগী হলো। তখন মজলিশ শেষ হবে বলে ধরা হবে।
৪. স্বামী কেনায়া বাক্য কখনও নিয়তে বলে নাই। কিন্তু তালাকের অধিকার পাওয়া কোনো স্ত্রী যদি বলে, কেনায়া বাক্য নিয়তে বলেছ বলেছিলে, তাহলে কি স্ত্রী স্বামীকে এই কথা বলাতে বিবাহের কোনো ক্ষতি হবে না।
৫. মিতা কিছুদিন ধরে তা*** এর দুশ্চিন্তায় আছে। তাই সে তার স্বামীকে বলল, "আমি কোন একজন ভালো হুজুর এর সাথে কথা বলতে চাই"।
মিতার স্বামীও জানে মিতা তা*** এর বিষয় নিয়ে হুজুরের সাথে কথা বলতে চায়।
তখন তার স্বামী বলল, "কথা বললে ভালো কোনো মুফতীর সাথে কথা বলিও"।
যেহেতু মিতার স্বামী জানে মিতা তা*** এর বিষয় নিয়ে হুজুরের সাথে কথা বলতে চায় তাই মিতার স্বামী মিতাকে জিজ্ঞেস করে, কি জিজ্ঞেস করবা মুফতীকে?
তখন মিতা বলে- "কিছুই না"।
এইখানেও তা*** এর মজলিশ হবে না।