বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সাহাবায়ে কেরামদের কারো কারো একটি মাত্র পোষাক ছিলো।তারা স্বামী-স্ত্রী কখনো কখনো এই এক পোষাক-কেই পালা বদল করে পড়তেন।একজন পোষাক পড়লে অন্যজন গর্তে লোকাতেন।
ফুকাহায়ে কেরাম বলেন,কোনো মানুষের তিনটি পোষাক থাকাই উচিৎ ও উত্তম।(ক)কাজের পোষাক(খ)মেহমানদারির পোষাক(গ)ঘুমানোর পোষাক।এবং এর চেয়ে অতিরিক্ত পোষাকও দোষণীয় কিছু নয়।
এ হিসেবে আলাদা আলাদা পোষাক তো অবশ্যই ভালো। তবে প্রয়োজনে এক পোষাককে একাধিক ব্যক্তিও পড়তে পারবেন।আল্লাহ-ই ভালো জানেন।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1591
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
একই পায়জামা বা ট্রাউজারকে অপবিত্র হওয়ার পূর্ব পর্যন্ত পরিধান করা যাবে। ময়লা হওয়ার পর আর পরিধান না করাই উত্তম।
যে পায়জামা পড়ে ঘুমানো হয় সে পায়জামা পড়ে ফজর নামাজ আদায় না করাই উচিৎ ।
যদি কোন পোষাক পড়ে টয়লেটে যাওয়া হয়,তাহলে সেই পোশাকে সালাত আদায় করা যাবে।এতে কোনো সমস্যা হবে না।