আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
210 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (70 points)
আসসালামু আলাইকুম,
দুনিয়া থেকে শাস্তি পেয়ে গেলেও কি আকগিরাতে শাস্তি ভোগ করতে হবে?

প্রশ্ন-১ঃ একজন আসামি দুনিয়া থেকে শাস্তি পেলেও কি তাকে আখিরাতে শাস্তি ভোগ করতে হবে?
যেমন একজন খুনির ক্ষেত্রে খুন করার অপরাধে দুনিয়াতেই তার ফাঁশি হয়ে গেছে। এখন আখিরাতেও কি সে শাস্তি পাবে?

প্রশ্ন-২ঃ আবার আরেকজন অপরাধী যে পরিমানে অপরাধ করেছে সেই পরিমানে শাস্তি পায় নাই, বিচারকগণ তাকে কম
শাস্তি দিয়েছে। যেমন একজন চোর যেই পরিমান চুরি করেছে, ইসলামিক বিধান অনুযায়ী তার হাত কেটে দেওয়া উচিৎ
ছিল। কিন্তু বিচারকগণ তাকে সামান্য কয়েকটা বেত মেরেছে। কিছু টাকা জরিমানা করেছে। এখন এই চোর কি আখিরাতে
শাস্তি পাবে? যেহেতু সে দুনিয়াতে সম্পূর্ণ শাস্তি পায় নাই।

প্রশ্ন-৩ঃ একজন অল্প অপরাধী লোক সে খুন করে নি কিন্তু সামান্য অন্যায় করেছে। বিচারকগণ তাকে ফাঁশি দিয়ে দিলো।
কিয়ামতের দিন এটার সমসধান কীভাবে করা হবে? সে তো ফাঁশি পাওয়ার মত অপরাধ করে নাই। তাহলে কেন তাকে
ফাঁশি দেওয়া হল? অর্থাৎ তাকে কেনো বেশি শাস্তি দেওয়া হলো?

1 Answer

0 votes
by (589,140 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
দুনিয়ায় কোনো অপরাধের শাস্তি পেয়ে গেলেও তাকে আখেরাতে শাস্তি ভোগ করতে হবে এটাই সাধারণ নিয়ম।তবে আল্লাহ চাইলে তাকে ক্ষমা করেও দিতে পারেন। হ্যা, তাওবাহ করে নিলে সে অবশ্যই ক্ষমা পেয়ে যাবে।
(ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ-অনলাইন জবাব নং53313
Fatwa ID: 1280-1020/B=8/1435-U
 جو سزا اس کو ملی وہ دنیا وی سزا تھی، آخرت میں اس سے اس اقدام پر بھی بازپرس ہوگی، اور اس پر پکڑ ہوگی اگر اس نے توبہ نہیں کی، اللہ تعالیٰ چاہے گا تو بری کردے گا اور چاہے تو اخروی سزا دے سکتا ہے۔

(১) কোনো একজন আসামি দুনিয়া থেকে শাস্তি পেলেও তাকে আখিরাতে শাস্তি ভোগ করতে হবে।
যেমন একজন খুনির ক্ষেত্রে খুন করার অপরাধে দুনিয়াতেই তার ফাঁশি হয়ে গেছে। এখন আখিরাতেও সে শাস্তি পাবে।

(২) আবার আরেকজন অপরাধী যে পরিমানে অপরাধ করেছে সেই পরিমানে শাস্তি পায় নাই, বিচারকগণ তাকে কম শাস্তি দিয়েছে। যেমন একজন চোর যেই পরিমান চুরি করেছে, ইসলামিক বিধান অনুযায়ী তার হাত কেটে দেওয়া উচিৎ ছিল। কিন্তু বিচারকগণ তাকে সামান্য কয়েকটা বেত মেরেছে। কিছু টাকা জরিমানা করেছে। এখন এই চোরও আখিরাতে শাস্তি পাবে। সে যেহেতু দুনিয়াতে সম্পূর্ণ শাস্তি পায় নাই।তাই আখেরাতে তার বেশী শাস্তি হবে।

(৩)কোনো একজন অল্প অপরাধী লোক সে খুন করেনি কিন্তু সামান্য অন্যায় করেছে। বিচারকগণ তাকে ফাঁশি দিয়ে দিলো। কিয়ামতের বিচারককে এর সম্পূর্ণ জবাবদিহিতা করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (589,140 points)
উত্তর দেয়া হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...