ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
দুনিয়ায় কোনো অপরাধের শাস্তি পেয়ে গেলেও তাকে আখেরাতে শাস্তি ভোগ করতে হবে এটাই সাধারণ নিয়ম।তবে আল্লাহ চাইলে তাকে ক্ষমা করেও দিতে পারেন। হ্যা, তাওবাহ করে নিলে সে অবশ্যই ক্ষমা পেয়ে যাবে।
(ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ-অনলাইন জবাব নং53313
Fatwa ID: 1280-1020/B=8/1435-U
جو سزا اس کو ملی وہ دنیا وی سزا تھی، آخرت میں اس سے اس اقدام پر بھی بازپرس ہوگی، اور اس پر پکڑ ہوگی اگر اس نے توبہ نہیں کی، اللہ تعالیٰ چاہے گا تو بری کردے گا اور چاہے تو اخروی سزا دے سکتا ہے۔
(১) কোনো একজন আসামি দুনিয়া থেকে শাস্তি পেলেও তাকে আখিরাতে শাস্তি ভোগ করতে হবে।
যেমন একজন খুনির ক্ষেত্রে খুন করার অপরাধে দুনিয়াতেই তার ফাঁশি হয়ে গেছে। এখন আখিরাতেও সে শাস্তি পাবে।
(২) আবার আরেকজন অপরাধী যে পরিমানে অপরাধ করেছে সেই পরিমানে শাস্তি পায় নাই, বিচারকগণ তাকে কম শাস্তি দিয়েছে। যেমন একজন চোর যেই পরিমান চুরি করেছে, ইসলামিক বিধান অনুযায়ী তার হাত কেটে দেওয়া উচিৎ ছিল। কিন্তু বিচারকগণ তাকে সামান্য কয়েকটা বেত মেরেছে। কিছু টাকা জরিমানা করেছে। এখন এই চোরও আখিরাতে শাস্তি পাবে। সে যেহেতু দুনিয়াতে সম্পূর্ণ শাস্তি পায় নাই।তাই আখেরাতে তার বেশী শাস্তি হবে।
(৩)কোনো একজন অল্প অপরাধী লোক সে খুন করেনি কিন্তু সামান্য অন্যায় করেছে। বিচারকগণ তাকে ফাঁশি দিয়ে দিলো। কিয়ামতের বিচারককে এর সম্পূর্ণ জবাবদিহিতা করতে হবে।