আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
173 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (5 points)
আসসালামু আলাইকুম, শায়েখ। আশা করি ভালো আছেন।

১/আজকে ফজরের নামাজের পরে ঘুমিয়ে ছিলাম তখন সপ্ন দেখলাম, আমি ৩-৪ টি পাত্রে দুধ ঢেলে রাখলাম, এবং সেগুলো চুলায় জ্বাল দিলাম, সবগুলো দুধ এক পাত্রে রেখে অনেক জ্বাল দিলাম, জ্বাল দেয়ার পর দুধ হালকা লাল হয়ে গেছে।এরপর আমার ঘুম ভেঙ্গে যায়।

২/কয়েকদিন আগে আমি আবারো সাপের সপ্ন দেখলাম, এই সপ্ন টা আমার কাছে একদম বাস্তবিক লাগতেছিল,

সপ্নে আমি দুইটা সাপ দেখি, একটা সাপ মিডিয়াম ছিল ওইটাকে আমি মেরে কেটে ফেলি এবং বাহিরে ফেলে দিয়ে আসি। আরেকটা সাপ ওইটা খাটের নিচে ছিল, অনেক বড় ছিল এবং মোটা ছিল।আমি বার বার ওই সাপটাকে মারার চেষ্টা করি কিন্তু মারতে পারিনি, আমি ঝাড়ু দিয়ে কয়েকটা বারি দেই কিন্তু ওই সাপটার শরীরে যেন লাগেই না এবং অনেক হুশ হুশ করতে ছিল।সাপ এক রুম থেকে অন্য রুমে যায় এবং রান্না ঘরে যায় এবং ওইখান থেকে বেরিয়ে অন্য রুমে যায়, তখন আমার ঘুম ভেংগে যায়।

৩/কয়েকদিন আগে একটা সপ্ন দেখি, ছোট বেলায় ১০ বছর আগে যেখানে আমি থাকতাম ওই এলাকার একটা বিল্ডিং এর ২য় তলায় অনেক অনেক সুন্দর একটা মেয়েকে দেখি, ওই মেয়েটা ঘুমিয়ে ছিল, মেয়েটার বুকের সামনে ছিল স্মার্টফোন, স্মার্টফোনে আল কুরআন আয়াত ছিল, সে কুরআন পড়তে পড়তে ঘুমিয়ে গেছে হয়তো, তখন আমি আমার স্মার্টফোন বের করে ওর একটা পিক তুলি, এরপরেই আমার ঘুম ভেংগে যায়।(আমি জানি না ওই এলায়ায় এবং ওই বাসায় আমি কেনো গেছিলাম)

শায়েখ সপ্ন গুলোর ব্যাখ্যা জানতে চাই।

1 Answer

0 votes
by (579,240 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم


ইসলামী দৃষ্টিতে স্বপ্ন তিন প্রকার। 
,
১. যা আল্লাহর পক্ষ থেকে বান্দাহকে দেখানো হয় যা কল্যানকর হয়।

২. শয়তানের পক্ষ হতে দেখানো হয় যাতে মানুষ খারাপ, মন্দ ভয়ংকর কিছু দেখে থাকে।

তবে শয়তান স্বপ্ন দেখানোর দ্বারা মানুষের কোন ক্ষতি করতে পারেনা।
,
 ভয়ংকর স্বপ্ন দেখলে দুশ্চিন্তার কোন কারন নেই। শয়তান মানুষকে দুশ্চিন্তায় ফেলার জন্যই এমন সব আজব আজব জিনিস দেখায়। এমনটা দেখলে ঘুম থেকে জেগে বাম দিকে থুথু ফেলে আস্তাগফিরুল্লাহ বলতে হয়। 

৩. মানুষের কল্পনা। অর্থাৎ মানুষ যা কল্পনা করে স্বপ্নে তা দেখতে পায়। 
,

হাদীস শরীফে এসেছে  

خَالِدُ بْنُ مَخْلَدٍ حَدَّثَنَا سُلَيْمَانُ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ قَالَ سَمِعْتُ أَبَا قَتَادَةَ يَقُوْلُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلميَقُوْلُ الرُّؤْيَا مِنْ اللهِ وَالْحُلْمُ مِنْ الشَّيْطَانِ فَإِذَا رَأٰى أَحَدُكُمْ شَيْئًا يَكْرَهُه“فَلْيَنْفِثْ حِينَ يَسْتَيْقِظُ ثَلاَثَ مَرَّاتٍ وَيَتَعَوَّذْ مِنْ شَرِّهَا فَإِنَّهَا لاَ تَضُرُّه“وَقَالَ أَبُو سَلَمَةَ وَإِنْ كُنْتُ لأَرَى الرُّؤْيَا أَثْقَلَ عَلَيَّ مِنَ الْجَبَلِ فَمَا هُوَ إِلاَّ أَنْ سَمِعْتُ هٰذَا الْحَدِيثَ فَمَا أُبَالِيهَا.

আবূ ক্বাতাদাহ হতে বর্ণিত। তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছিঃ ভাল স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়, আর মন্দ স্বপ্ন হয় শয়তানের তরফ থেকে। সুতরাং তোমাদের কেউ যদি এমন কিছু স্বপ্ন দেখে যা তার কাছে খারাপ লাগে, তা হলে সে যখন ঘুম থেকে জেগে ওঠে তখন সে যেন তিনবার থুথু ফেলে এবং এর ক্ষতি থেকে আশ্রয় চায়। কেননা, তা হলে এটা তার কোন ক্ষতি করতে পারবে না। 

আবূ সালামাহ বলেনঃ আমি যখন এমন স্বপ্ন দেখি যা আমার কাছে পাহাড়ের চেয়ে ভারি মনে হয়, তখন এ হাদীস শোনার ফলে আমি তার কোন পরোয়াই করি না। [বুখারী ৫৭৪৭ মুসলিম পর্ব ৪২/হাঃ ২২৬১, আহমাদ ২২৭০৭] 

(০১)
এটি আপনার মনের ভাবনা প্রসূত স্বপ্ন।
এই স্বপ্নের দরুন কোনো সমস্যা হবেনা।

(০২)
https://ifatwa.info/30990/ ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ  

ইবনে সিরিন রহঃ বলেন,

فإن رأى حية تمشي خلفه فإنّ عدوه يريد أن يمكر به فإن مشت بين يديه أو دارت حوله فإنّهم أعداء يخالطونه

যদি কেউ স্বপ্নে সাপ দেখে যে,তার পিছু পিছু ছুটছে,তাহলে এর অর্থ হল,ঐ ব্যক্তির শত্রুরা তার সাথে শত্রুতা করা জন্য চেষ্টা করতেছে।আর যদি কেউ দেখে যে তার হাতের সামনে বা তার আশপাশে সাপ ঘুর ঘুর করতেছে,তাহলে এর অর্থ হলো,ঐ ব্যক্তির শুত্রুরা তার পাশেই রয়েছে ঘনিষ্টজনদের মধ্যে। (তাফসিরুল আহলাম-ইবনে সিরান-২/৪)

★সু-প্রিয় পাঠকবর্গ! ও প্রশ্নকারী দ্বীনী বোন!

আপনি সাপ স্বপ্নে দেখেছেন,এর অর্থ হলো,আপনার ঘনিষ্টজনদের মধ্য থেকে কেউ আপনার সাথে শুত্রতার চেষ্টা করতেছে।

সুতরাং আপনার প্রতি নসিহা হল,আপনি ফরয ওয়াজিব বিধানকে গুরুত্বসহকারে পালন করবেন।সামর্থ্যানুযায়ী গরীব-মিসকিনকে কিছু দান করবেন।

আর নিম্নোক্ত দুআ পড়বেন।
আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম,ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম।

★সু-প্রিয় পাঠকবর্গ! ও প্রশ্নকারী দ্বীনী বোন!
আপনার শত্রুরা আপনাদের ক্ষতি করতে পারে,আপনি সতর্ক থাকবেন।
আল্লাহর কাছে এই স্বপ্নের অনিষ্টতা থেকে মুক্তি চাইবেন।

(০৩)
এটি শয়তানের পক্ষ থেকে দেখানো।
মনের ভাবনা প্রসূতও হতে পারে।
বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে পানাহ চাইবেন। 
এই স্বপ্নের দরুন কোনো সমস্যা হবেনা,ইনশাআল্লাহ। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...