আসসালামুআলাইকুম।কোন স্ত্রী মেসেজে তালাক চাওয়ার পর স্বামী যদি কিছু না বলে অথবা স্ত্রীকে থামানোর জন্য বলে দিব।স্বামী জানে স্ত্রী এমনিতে বলতেছে।আর স্বামীও চায় না তালাক দিতে।এমনিতে স্ত্রীকে থামানোর জন্য দিবে বলেছে ধরেন।তহ এরপর স্ত্রী যদি বলে মা বাবার পছন্দমত বিয়ে করতাম অনেক ভাল হতো।এর উত্তরে স্বামী নিয়ত ছাড়া কেনায়া শব্দ বলে তাহলে কি তালাক হবে? অথবা তালাক চাওয়ার পর পর কেনায়া শব্দ না বলে আরো ২-১ টা মেসেজের পর বা কয়েকটা মেসেজের পর কেনায়া শব্দ নিয়ত ছাড়া বললে কি তালাক হবে? প্রশ্ন ২টার উত্তর জানার ছিল।যদি বলতেন বুঝিয়ে তাহলে ভাল হতো।
আপনি বলেছিলেন এর উত্তরে তালাক হবে না।অন্য আরেকটা হুজুরে যদি তালাক হবে বলে তাহলে কোনটা মানা যাবে? এখন সেই মানুষটা যদি আপনারটা মানতে চায় আর সংসার করতে চায় তাহলে কি কোন গুণাহ বা সমস্যা হবে? দয়া করে কিছু মনে করবেন না।যখন কথা গুলো হয়েছিল তখন ধরেন স্বামী স্ত্রীর কেউ কেনায়া তালাক সম্পর্কে জানতও না শুনেও নি কোনদিন।তারা একসাথে সংসার করতে চায়।