আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
186 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (12 points)
১. রাফিয়াত তাইয়্যিবা ২. রাবিয়া তাইয়্যিবা ৩. তাইয়্যিবা রাফিয়াত ৪. তাইয়্যিবা রাবিয়া
কোন নামটি ইসলামিক অর্থের দিক দিয়ে মেয়ে বাচ্চার জন্য  সঠিক?

যদি একটাও সঠিক না হয় তবে আপনাদের থেকে সঠিকটা জানতে চাই। দয়া করে অর্থটাও বলবেন। এর বাইরেও দু একটা নামের ব্যাপারে অর্থসহ পরামর্শ দিলে উপকৃত হবো। এরকমভাবেই 'র' ও 'ত' অক্ষর দিয়ে দু শব্দের নাম হলে বেশি খুশি হবো। এর বাইরেও অন্য কোনো পরামর্শ থাকলে দয়া করে জানাবেন।

1 Answer

0 votes
by (583,020 points)
edited by
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ- 


ভালো নাম রাখা পিতা-মাতার সর্বপ্রথম দায়িত্ব। আমরা এভাবেও বলতে পারি যে, পিতা-মাতার উপর সন্তানের সর্বপ্রথম হক হচ্ছে, তার জন্য সুন্দর নাম নির্বাচন করা।

আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও  আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه.

অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। -মুসনাদে বাযযার (আলবাহরুয যাখখার), হাদীস ৮৫৪০

হযরত আবুদ দারদা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু  আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

إِنّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ، وَأَسْمَاءِ آبَائِكُمْ، فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ.

কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের ও তোমাদের বাবার নাম নিয়ে (অর্থাৎ এভাবে ডাকা হবে- অমুকের ছেলে অমুক)। তাই তোমরা নিজেদের জন্য সুন্দর নাম রাখ। -সুনানে আবু দাউদ, হাদীস ৪৯৪৮
,
আরো জানুনঃ 

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,

رَافِعَة ج رَافِعَات [رفع]
[রাফি'আহ] শব্দের অর্থঃ-
উত্তোলন-যন্ত্র,ক্রেন,ভারোত্তলন-দণ্ড,লিভার (lever)।

رَافِع [رفع]
[রাফি'] শব্দের অর্থঃ-
উত্তোলনকারী.উত্তোলক.উজ্জ্বল (বিদ্যুৎ)।

طَيِّبَة ج طَيِّبَات [طيب]
[তইয়িবাহ] শব্দের অর্থঃ-
ভাল কাজ,ভাল জিনিস,উৎকৃষ্ট বস্তু,পবিত্র জিনিস,নেয়ামত।

رَابِع مث رَابِعَة [ربع]
[রাবি' রাবিয়াতুন] শব্দের অর্থঃ-
চতুর্থ,চতুর্থা।

এটি আরবিতে দুইভাবে লেখা যায় । যেমনঃ 

(رابعت)  রবিয়া অর্থ চতুর্থা 
(ربیعت)  রবিয়া অর্থ বসন্ত কাল ।


★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
উপরোক্ত নামগুলির মধ্যে রাবিয়া তাইয়্যিবা নামটি ভালো।
অর্থ হলোঃ- চতুর্থা উৎকৃষ্ট বস্তু, চতুর্থা পবিত্র জিনিস,চতুর্থা নেয়ামত।


★র দিয়ে আরো কিছু নাম,
(এখানে আপনি সুলতানা/খাতুন/ইসলাম,আক্তার ইত্যাদি শব্দ যুক্ত করে নিলেই দুই শব্দে নাম হয়ে যাবে)

*রিহানা - অর্থ - পবিত্র,  শুদ্ধ 
*রাফিয়া - অর্থ - উন্নত
*রামিসা - অর্থ - নিরাপদ
*রায়হানা - অর্থ - সুগন্ধি ফুল
*রহিমা - অর্থ - দয়ালু
*রাবিয়াহ - অর্থ - বাগান
*রিফাহ - অর্থ - ভাল।
*রাদিআহ – অর্থ – সন্তুষ্টি

★"ত" দিয়ে কিছু নাম,
(এখানে আপনি সুলতানা/খাতুন/ইসলাম,আক্তার ইত্যাদি শব্দ যুক্ত করে নিলেই দুই শব্দে নাম হয়ে যাবে।)

*তাবিয়া Tabea অর্থ:- অনুগত
*তাহসীনা tahsina সুন্দর বা উত্তম
*তোহফা tohfa উপহার
*তাযকিরা Tazkira স্বরণ বা টিকেট
*তাযকিয়া Tazkia পবিত্রতা বা বিশুদ্ধতা
*তাসলীমা Taslima সমর্পণ
*তাসকীনা Taskina স্থিরতা, সান্ত্বনা
*তাশবীহা Tashbih উপমা, দৃষ্টান্ত
*তাকমিলা Takmila পরিপূর্ণ
*তাকিয়া Taqia শুদ্ধ চরিত্র
*তাসমীম Tasmim দৃঢ়তা
*তাসমিয়া Tasmia নামকরণ
*তাখমীনা Takhmina অনুমান
*তাহিয়্যাহ Tahiyah অভিবাদন, শুভেচ্ছা
*তহুরা Tahura পবিত্রা
*তুবা Tuba সুসংবাদ
*তরীকা Tarika রীতি-নীতি
*তামান্না তাবাসসুম Tamanna Tabassum প্রত্যাশিত হাসি
*তুরফা Turfa বিরল বস্তু
*তালিবা Thliba প্রত্যাশী অনুসন্ধানী
*তাহেরা আতিয়া Tahera Atia পবিত্র দানশীলা
*তাহেরা জিন্নাত Tahera Zinnat পবিত্রা সম্ভ্রান্ত স্ত্রীলোক
*তানিমা Tanima বৃক্ষবিশেষ, কোমল
*তাওসিয়া Tawsia সুপারিশ করা
*তাজমীন Tazmin জিম্মাদার
*তাজরিবা Tajriba অভিজ্ঞতা
*তানজিবা Tanjiba মহীয়সী
*তানজিলা Tanzila স্বরচিহ্ন
*তাফহিমা Thfhima অনুধাবনশীলা
(কিছু তথ্য সংগৃহীত।)


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...