ভালো নাম রাখা পিতা-মাতার সর্বপ্রথম দায়িত্ব। আমরা এভাবেও বলতে পারি যে, পিতা-মাতার উপর সন্তানের সর্বপ্রথম হক হচ্ছে, তার জন্য সুন্দর নাম নির্বাচন করা।
আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه.
অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। -মুসনাদে বাযযার (আলবাহরুয যাখখার), হাদীস ৮৫৪০
হযরত আবুদ দারদা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
إِنّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ، وَأَسْمَاءِ آبَائِكُمْ، فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ.
কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের ও তোমাদের বাবার নাম নিয়ে (অর্থাৎ এভাবে ডাকা হবে- অমুকের ছেলে অমুক)। তাই তোমরা নিজেদের জন্য সুন্দর নাম রাখ। -সুনানে আবু দাউদ, হাদীস ৪৯৪৮
,
আরো জানুনঃ
رَافِعَة ج رَافِعَات [رفع]
[রাফি'আহ] শব্দের অর্থঃ-
উত্তোলন-যন্ত্র,ক্রেন,ভারোত্তলন-দণ্ড,লিভার (lever)।
رَافِع [رفع]
[রাফি'] শব্দের অর্থঃ-
উত্তোলনকারী.উত্তোলক.উজ্জ্বল (বিদ্যুৎ)।
طَيِّبَة ج طَيِّبَات [طيب]
[তইয়িবাহ] শব্দের অর্থঃ-
ভাল কাজ,ভাল জিনিস,উৎকৃষ্ট বস্তু,পবিত্র জিনিস,নেয়ামত।
رَابِع مث رَابِعَة [ربع]
[রাবি' রাবিয়াতুন] শব্দের অর্থঃ-
চতুর্থ,চতুর্থা।
এটি আরবিতে দুইভাবে লেখা যায় । যেমনঃ
(رابعت) রবিয়া অর্থ চতুর্থা
(ربیعت) রবিয়া অর্থ বসন্ত কাল ।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
উপরোক্ত নামগুলির মধ্যে রাবিয়া তাইয়্যিবা নামটি ভালো।
অর্থ হলোঃ- চতুর্থা উৎকৃষ্ট বস্তু, চতুর্থা পবিত্র জিনিস,চতুর্থা নেয়ামত।
★র দিয়ে আরো কিছু নাম,
(এখানে আপনি সুলতানা/খাতুন/ইসলাম,আক্তার ইত্যাদি শব্দ যুক্ত করে নিলেই দুই শব্দে নাম হয়ে যাবে)
*রিহানা - অর্থ - পবিত্র, শুদ্ধ
*রাফিয়া - অর্থ - উন্নত
*রামিসা - অর্থ - নিরাপদ
*রায়হানা - অর্থ - সুগন্ধি ফুল
*রহিমা - অর্থ - দয়ালু
*রাবিয়াহ - অর্থ - বাগান
*রিফাহ - অর্থ - ভাল।
*রাদিআহ – অর্থ – সন্তুষ্টি
★"ত" দিয়ে কিছু নাম,
(এখানে আপনি সুলতানা/খাতুন/ইসলাম,আক্তার ইত্যাদি শব্দ যুক্ত করে নিলেই দুই শব্দে নাম হয়ে যাবে।)
*তাবিয়া Tabea অর্থ:- অনুগত
*তাহসীনা tahsina সুন্দর বা উত্তম
*তোহফা tohfa উপহার
*তাযকিরা Tazkira স্বরণ বা টিকেট
*তাযকিয়া Tazkia পবিত্রতা বা বিশুদ্ধতা
*তাসলীমা Taslima সমর্পণ
*তাসকীনা Taskina স্থিরতা, সান্ত্বনা
*তাশবীহা Tashbih উপমা, দৃষ্টান্ত
*তাকমিলা Takmila পরিপূর্ণ
*তাকিয়া Taqia শুদ্ধ চরিত্র
*তাসমীম Tasmim দৃঢ়তা
*তাসমিয়া Tasmia নামকরণ
*তাখমীনা Takhmina অনুমান
*তাহিয়্যাহ Tahiyah অভিবাদন, শুভেচ্ছা
*তহুরা Tahura পবিত্রা
*তুবা Tuba সুসংবাদ
*তরীকা Tarika রীতি-নীতি
*তামান্না তাবাসসুম Tamanna Tabassum প্রত্যাশিত হাসি
*তুরফা Turfa বিরল বস্তু
*তালিবা Thliba প্রত্যাশী অনুসন্ধানী
*তাহেরা আতিয়া Tahera Atia পবিত্র দানশীলা
*তাহেরা জিন্নাত Tahera Zinnat পবিত্রা সম্ভ্রান্ত স্ত্রীলোক
*তানিমা Tanima বৃক্ষবিশেষ, কোমল
*তাওসিয়া Tawsia সুপারিশ করা
*তাজমীন Tazmin জিম্মাদার
*তাজরিবা Tajriba অভিজ্ঞতা
*তানজিবা Tanjiba মহীয়সী
*তানজিলা Tanzila স্বরচিহ্ন
*তাফহিমা Thfhima অনুধাবনশীলা
(কিছু তথ্য সংগৃহীত।)