আসসালামু আলাইকুম
শায়েখ ইজাব কবুল ঘটিত বিষয় নিয়ে ওয়াসওয়াসা আসতো। মাকে দিয়ে ঐ ছেলেকে জিজ্ঞেস করাইছিলাম। ছেলে বলছিল কিছু হয় নাই। আর আমিও এখন শিওর কিছু হয় নাই। কিন্তু যেদিন মায়ের সাথে কথা বলতেছিল আমি ঘর দিয়ে হাটাহাটি করতে ছিলাম সব কথা শুনছিলাম না। ঐ ছেলের একটা বিষয় নিয়ে কথা বলতেছিল আমার মা ঐ ছেলে অন্য একটা মেয়েকে বিয়ে করছিল সেটা নিয়ে আমার মা বলছিল তালাক দিয়ে দাও/ তালাক দিছো এমনটা। আমার ওয়াসওয়াসার তীব্র সম্যসা আছে। পরবর্তীতে আমার মা তালাক দিয়ে দাও বা তালাক দিছো কেন বললো। পরবর্তী তে আমার মায়ের কাছে প্রশ্ন করলে সে সব খুলে বলে যে কথাটা আমাকে নিয়ে হয় নাই। আর আমারো একটু একটু মনে পরে যে তালাক দিয়ে দাও /দিছো কথায় আমি তখন আমার মাকে প্রশ্ন করায় সে বলছিল ঐ ছেলের সাথে আরেকটা মেয়ের বিষয়ে কথাটা হইছে। আমার যেহেতু ওয়াসওয়াসার সম্যসা আমার মায়ের সাথে যেহেতু কথা হইছে আমার মা আল্লাহর কসম করে বলছে আমার বিষয়ে তালাক দিয়ে দাও বা তালাক দিছো এটা বলে নাই। কিন্তু এর আগে যখন আমি ভুলে গেছিলাম তখন এক শায়েখ এর কাছ থেকে শুনছিলাম সে বলছিল বিয়ে না হলে তালাক হবে কি করে?
(১)এখন আমার প্রশ্ন হলো আমি যে পুরো কথা ভুলে যেয়ে নিজের জন্য বলছে ভেবে শায়েখ এর কাছে প্রশ্ন করার জন্য আমার বৈবাহিক সম্পর্কে কিছু হবে?
(২) আর আমার মায়ের কথায় যদি ১০০% বিশ্বাস আছে আমার যেহেতু তার আমার মতো এমন ওয়াসওয়াসার সম্যসা নাই। আল্লাহর কসম করে বলছেন সে। বুঝটা ঠিক আছে?
(৩) আর এই বিষয় নিয়ে আর প্রশ্ন করবো না ঠিক করেছি। মনকে বুঝিয়েছি আমি তো ১০০% শিওর। ছেলেটাও মিথ্যা বলে নাই। যেখানে আমি শিওর এমন কিছু হয় নাই সেটাই সঠিক। কারণ প্রথমবার এই ওয়াসওয়াসা যখন মনে আসছিল তখনই মন থেকে বলছিল এমন কিছু হয় নাই। বর্তমানে যে ছেলের সাথে বিয়ে হইছে তার সংসারে মন দিবো। কুরআন শিখবো, আরবি ভাষা শিখবো, নিজেকে ব্যাস্ত রাখবো। বুঝটা ঠিক আছে? আমার বিয়েতেও কোন সম্যসা নাই তাই না শায়েখ?