[IOM এর স্টুডেন্ট নন এমন ১জন বোনের প্রশ্ন, `আফওয়ান ]
যারা ফ্রিল্যান্সিং করে তাদের একটা কাজের মাধ্যম লিংকডিন মার্কেটিং।কাজটা কীভাবে হয় ব্যাখ্যা করছি।
ধরেন একজন আমেরিকান ক্রেতা আপনাকে একটা কাজের জন্য ইন্টারন্যাশানাল মার্কেটপ্লেস থেকে হায়ার করলো।এরপর সে কাজ দিলো যে ৭ দিনের মধ্যে তার ১ টা লিংকডইন একাউন্ট লাগবে ৫০০০+ কানেকশানের(কানেকশান অনেকটা ফেইসবুক পেইজের ফলোয়ারের মত)
তো আপনি যদি ইউএসএ লোকেশানের আইডি বাংলাদেশে বসে ক্রিয়েট করতে চান আপনাকে USA প্রক্সি কিনে নিতে হবে ডলার খরচ করে।
তো ৭ দিনে এত কানেকশান দেয়া কষ্টকর।তাই আপনি মানে সেলার এখন বাংলাদেশের অনেক ছোট ছোট সেলারের কাছ থেকে লিংকড-ইন একাউন্ট কিনলো ৫০০০ টা।ছোট সেলাররাও কিন্তু আইডিগুলো ইউএসএ প্রক্সি কিনে খুলেছে।(এক দেশ থেকে অন্য লোকেশান দিয়ে আইডি খুলতে হলে সেই দেশের প্রক্সি কিনে নিতে হবে নাহয় একাউন্ট খোলা যাবেনা এটাই সিস্টেম)
তো আপনি বাংলাদেশের ছোট এসব বায়ার থেকে ৫০০০+ আইডি কিনে নিয়ে বায়ারের আইডিতে কানেকশান দিয়ে সাবমিট করলেন।
এক্ষেত্রে বায়ার কিন্তু জানে আপনি বাংলাদেশে থেকেই আইডিটা খুলেছেন এবং এভাবে কানেকশান দেয়া নিয়ে বায়ারের কোনো আপত্তি নেই।কানেকশান যেভাবেই দেন শর্ত ৫০০০+ লাগবে এই সময়ের মধ্যে এইটুকু ই।আপনি ৭ দিনে এভাবে আইডি গ্রো করলেন এবং বায়ারকে সাবমিট করলেন।বায়ার আপনাকে ডিলকৃত পেমেন্ট দিলো।
প্রশ্ন হলো এই পুরো প্রসেসে ছোট যেসব সেলার আইডিগুলো আপনাকে সেল করতেসে আপনার ফাইনাল আইডি গ্রো এর জন্য তাদের আর্নিং কি হারাম হবে?
এবং আপনার আর্নিং কি হারাম হবে?
(বিঃদ্রঃ এক্ষেত্রে কোনো বেপর্দা ছবি ব্যবহার করা হয়না মহিলা ক্লায়েন্টের আইডি গ্রো করার ক্ষেত্রেও)
উত্তরটা খুব জরুরি।
একই ব্যাপারে ২য় প্রশ্ন।
যদি USA বা অন্য দেশের কেউ আপনার কাছে USA location এর ১০০ টা আইডি চায় এবং উপরের নিয়মেই প্রক্সি দিয়ে খুলা আইডি আপনি একজন থেকে কিনে (সাপোজ ২০০ টাকায় কিনলেন) আপনার বায়ারকে দিলেন সাপোজ ৩০০ টাকায়।(অনেকটা বিজনেস রিসেলিং এর মত) এটা কি জায়েজ হবে?এক্ষেত্রেও বায়ার জানে যে আপনি বাংলাদেশে আছেন এবং USA আইডি এখানেই প্রক্সি দিয়েই খোলা।(এক্ষেত্রে বায়ার যদি শর্ত দেয় আইডি আপনাকেই খুলে দিতে হবে সেটা প্রতারণা কিন্তু যদি শর্ত এমন না হয় মানে যেখান থেকে খুশি দেন দিলেই হবে এমন হয় সেক্ষেত্রে আর্নিং টা জায়েজ কিনা।
প্রক্সি কি?
প্রক্সি হচ্ছে অনেকটা এমন যে একটা ইউএসএ সিটিজেন নেইম যদি আমরা ব্যবহার করি আর ইউএসএ লোকেশানের আইডি খুলতে চাই তবে বাংলাদেশে থেকে সেটা পসিবল না।
প্রক্সি অনুযায়ী যেকোনো দেশের নাগরিক আইডি গ্রো করে দিতে বললে আপনি ঐ দেশের আইডি প্রক্সি দিয়ে খুলে দিতে পারবেন নিয়মটা এমন। আর সেই আইডি শুধু USA citizen ই ব্যবহার করতে পারবে।এমন কোনো ব্যাপার নেই যে বাংলাদেশে থেকে USA আইডি ব্যবহার করা যাবে।
(বিঃদ্রঃ আইডিগুলো খোলার সময় USA name এর পাশাপাশি নিজের মতন করে একটা পেশা দিয়ে দেয়া হয় প্রোফাইলে।পরে যে বায়ার ফাইনালি কিনে সে সেটা তার প্রফেশান অনুযায়ী এডিট করে নেয়)
পুরো প্রসেসে কোনো নাজায়েজ দিক আছে কিনা জানা চাচ্ছি।বুঝার সুবিধার্থে বিস্তারিত লিখা হয়েছে।