ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
টাকার নোটটা মূলত একটা ডকুমেন্ট।এর অর্থ হল, যত টাকা নোট আপনার কাছে রয়েছে, সেই পরিমাণ মূল্য স্বর্ণ বা ডলার আকারে কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রয়েছে। নোট মূলত টাকা নয়। সেজন্যই নোটের গায়ে লিখা থাকে, "চাহিমাত্র উহার বাহকে........ টাকা দিতে বাংলাদেশ ব্যাংক বাধ্য থাকিবে" এবং শেষে গভর্নরের সাক্ষর থাকে। সুতরাং বুঝা গেল, নোট একটা প্রমাণ পত্র মাত্র।
সুতরাং ছেড়া নোটের দ্বারা রিক্সাওয়ালার শ্রমের মূল্য আদায় হয়ে গিয়েছে। বাকী রইলো ছেড়া নোট নিয়ে সে ভোগান্তিতে পড়তে পারে, আপনার জানা সত্বেও তাকে বলেননি, এই ভোগান্তির জন্য আপনি দায়বদ্ধ থাকবেন। আপনার উচিৎ ছিল, তাকে সবিস্তারে বলে দেয়া, যেহেতু সেটা করেননি, তাই আপনি নিশ্চয় অন্যায় কাজ করেছেন, যেজন্য হয়তো ঐ ব্যক্তির কাছে ক্ষমা চাইবেন, তাকে না ফেলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন।