আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ হযরত,
বৃষ্টির দিনে বেশি বৃষ্টি হলে রাস্তায় পানি জমে যায়।
ড্রেনগুলো ফিলআপ হয়ে যায়, ফলে ড্রেনে আর পানি প্রবেশ করতে পারে না তাই রাস্তায় পানি জমে থাকে, ১-২ ঘণ্টা পর পানি আবার ড্রেনে ঢুকে যায়!
ফলে বোঝাই যাচ্ছে, এগুলো ড্রেনের সাথে মিশ্রিত বৃষ্টির পানি। বাংলাদেশের কমন সমস্যা এটা।
আচ্ছা, এই সাময়িক রাস্তায় বন্যা হয়ে যাওয়া পানি শরীরে লাগলে শরীয়ত মাফ করে দিয়েছে?
নাহলে তো কঠিন হয়ে যায়, ইসলাম তো সহজ।