ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قِيلَ لَكُمْ تَفَسَّحُوا فِي الْمَجَالِسِ فَافْسَحُوا يَفْسَحِ اللَّهُ لَكُمْ ۖ وَإِذَا قِيلَ انشُزُوا فَانشُزُوا يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ ۚ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ
মুমিনগণ, যখন তোমাদেরকে বলা হয়ঃ মজলিসে স্থান প্রশস্ত করে দাও, তখন তোমরা স্থান প্রশস্ত করে দিও। আল্লাহর জন্যে তোমাদের জন্য প্রশস্ত করে দিবেন। যখন বলা হয়ঃ উঠে যাও, তখন উঠে যেয়ো। তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যারা জ্ঞানপ্রাপ্ত, আল্লাহ তাদের মর্যাদা উচ্চ করে দিবেন। আল্লাহ খবর রাখেন যা কিছু তোমরা কর।(সূরা মুজাদালাহ-১২)
আত্তাহিয়্যাতুর সূরতে সহিত বসা, পবিত্রতার সহিত বসা, অর্ধ চন্দ্র আকারে বসা, খুশ্বু লাগিয়ে বসা, মিলে মিলে বসা, জরুরত থেকে ফারেগ হয়ে বসা, বা জরুরত দাবিয়ে বসা, যে তা‘লীম করে তার সামনে বসা পিছনে না বসা, আগ্রহের সহিত বসা, হিদায়েতের নিয়তে বসা।
তা‘লীম শুনার আদবঃ–
দিলের কানে শুনা অর্থ্যাৎ খুব মনযোগ দিয়ে শুনা, আমলের নিয়তে শুনা, অপরের নিকট পৌছানোর নিয়তে শুনা, যে তা‘লীম করে তার মুখের দিকে তাকিয়ে শুনা।
আল্লাহর নাম শুনলে সুব্হানাহু ওয়াতা‘য়ালা বলা বা জাল্লা শানুহু বলা। আমাদের নবীজীর নাম শুনলে দুরূদ শরীফ পড়া, যেমনঃ- সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। অন্যান্য নবী বা ফেরেশতাদের নাম শুনলে আলাইহিস্ সালাম বলা। একজন পুরুষ সাহাবীর নাম শুনলে রাযিয়াল্লহু তা‘য়ালা আনহু বলা, একজন মহিলা সাহাবীর নাম শুনলে রাযিয়াল্লহু তা‘য়ালা আনহা বলা, দুইজন পুরুষ বা মহিলা সাহাবীর নাম শুনলে রাযিয়াল্লহু তা‘য়ালা আনহুমা বলা, এবং দুয়ের অধিক হলে রাযিয়াল্লহু তা‘য়ালা আনহুম বলা। মৃত বুযুর্গদের নাম শুনলে রহিমাহুমুল্লহ বা রহমাতুল্লহি আলাইহি বলা বা বার্রদাল্লহু মারকাদাহু বলা, ইত্যাদি।
আর জীবিত বুযুর্গদের নাম শুনলে দামাত বারকাতুহুম , হাফিজাহুল্লহু, উফিয়া আনহু বা বারকাল্লহু ফি হায়াতিহি বলা।আশ্চর্য্য জনক কোন কিছু শুনলে সুব্হানাল্লহ বলা, গুরুত্ব পূর্ণ বা বড় কোন বিষয় শুনলে আল্লাহু আকবার বলা, খারাপ কোন কিছু শুনলে নাউযুবিল্লাহ বলা, কোন সু-সংবাদ শুনলে আলহামদুলিল্লাহ বলা এবং কোন দুঃখ সংবাদ শুনলে ইন্নালিল্লাহি ও ইন্ননা ইলাইহি রাযিউন বলা।
মজলিস শেষে নিম্নোক্ত দু'আ পড়া সুন্নত।
سُبْحَانَکَ اللّٰھُمَّ وَ بِحَمْدِکَ لَا اِلٰہَ اِلَّااَنْتَ اَسْتَغْفِرُکَ وَ اَتُوْبُ اِلَیْکَ۔
(সুনানে আবু দাউদ-২৮৫৭)