আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
128 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (65 points)
১,ধরুন কাপড়ের কোনো অংশ নাপাক ভরেছে,সেটা ক্ষুদ্র জায়গা।বেসিনে সেটা অংশ ধুচ্ছি।কিন্তু সেখান এ পানি পড়ে চলে যাওয়ার সময় কিছু পানি কাপড়ের উপর দিকেও আসে।মানে যেখানে ভিজাচ্ছি তার উপর দিক।যদিও তাতে নাপাকির কোনো ট্রেস নাই এবং নাপাকি চলে যায়।এতে কি কাপড় পাক থাকবে?

২,টাইলসে নাপাকি পড়লে ক্ষুদ্র প্রসাব ফোটা তা শুকয়ে গেলে পাক হবে কি? বাসাবাড়ির টাইলস

৩,ক্যাপ্সুল মেডিসিনে জেলাটিন থাকে যা বেশিরভাগ শুকরের চর্বি থেকে তৈরি। দেশের শরীয়া ভিত্তিক মেডিকেল ফিক্বহ নিয়ে কাজ করে 'র‍্যাম্ফিট' এমন কথা বলেছিল। এখন আমার ব্যথার মেডিসিন খাওয়া লাগত,তার পূর্বে গ্যাসের মেডিসিন যেহেতু খেতে হয়।আমি কেনার সময় দেখিনি ক্যাপ্সুল দিল কিনা। একবার ভাবলাম এম্নিতেই হাই ডোজের ব্যথাত মেডিসিন খাব,ক্যাপ্সুল খাবনা যা হবার হবে।পরে তবু খেয়েছি।এখন কি মুখ সাতবার ধোউত করতে হবে,সেই পানি মুখ থেকে গায়েও লেগেছিল। এখন কি করনীয়?

উল্লেখ্য বিশ্বের তাবত মেডিকেল ফিক্বহ বোর্ড ও হানাফি উলামারা জেলাটিনে শুকরের চর্বি ইস্তেহালা হয়না বলে স্বীকার করেছেন তাই এটি হারাম।বিস্তারিত এখানে দেখুন

https://www.facebook.com/103303134730009/posts/pfbid02zE45NXTx3abyXw6zedBcHU69RrGcTKPP5mKD9Dsd4f1NNC1XpUpPTN8y7kUS8f3Vl/

৪,মানুষের অল্প পরিমান মল(নরম) এ যদি কোনো ভেজা শরীর/কাপড় লাগে কিন্তু সেই পানির বইশিষ্ট্য পরিবর্তন হয়না।এতে কি উক্ত কাপড় নাপাক হবে? (এটি বিগত প্রশ্নে ক্লিয়ার হতে পারিনি)

1 Answer

0 votes
by (589,140 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)কাপড়ের কোনো সামান্যতম অংশে নাপাক নাপাকি লেগেছে, বেসিনে সেই অংশটাকে ধৌত করা হচ্ছে, সেখানে পানি পড়ে চলে যাওয়ার সময় কিছু পানি কাপড়ের উপর দিকেও এসে লেগেছে।অর্থাৎ কাপড়ের যেই অংশে নাপাকি লেগেছিল,সেই অংশের ঠিক উপরের অংশ ভিজছে, যদিও তাতে নাপাকির কোনো ট্রেস নাই এবং নাপাকি চলে যায়।এতে কাপড় পাক থাকবে না।

(২)টাইলসে নাপাকি পড়লে ক্ষুদ্র প্রসাব ফোটা তা শুকয়ে গেলে পাক হবে। তবে ভিজে গেলে আবার নাপাক হয়ে যাবে।

(৩)ক্যাপ্সুল মেডিসিনে জেলাটিন থাকে যা বেশিরভাগ শুকরের চর্বি থেকে তৈরি। দেশের শরীয়া ভিত্তিক মেডিকেল ফিক্বহ নিয়ে কাজ করে 'র্যাম্ফিট' এমন কথা বলেছিল। যদি কারো ব্যথার মেডিসিন খাওয়া লাগে,এবং তার পূর্বে গ্যাসের মেডিসিন যেহেতু খেতে হয়।
শুকুরের চর্বির মৌলিকত্ব যেহেতু বদলে গেছে, তাই তা নাজায়েয হবে না।এবং মুখও নাপাক হবে না।

(৪)মানুষের অল্প পরিমান মল(নরম) এ যদি কোনো ভেজা শরীর/কাপড় লাগে কিন্তু সেই পানির বৈশিষ্ট্য পরিবর্তন হয়না। যদি তা এক দিরহাম থেকে বেশী না হয়, তাহলে তা নাপাক হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (589,140 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...