ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)কাপড়ের কোনো সামান্যতম অংশে নাপাক নাপাকি লেগেছে, বেসিনে সেই অংশটাকে ধৌত করা হচ্ছে, সেখানে পানি পড়ে চলে যাওয়ার সময় কিছু পানি কাপড়ের উপর দিকেও এসে লেগেছে।অর্থাৎ কাপড়ের যেই অংশে নাপাকি লেগেছিল,সেই অংশের ঠিক উপরের অংশ ভিজছে, যদিও তাতে নাপাকির কোনো ট্রেস নাই এবং নাপাকি চলে যায়।এতে কাপড় পাক থাকবে না।
(২)টাইলসে নাপাকি পড়লে ক্ষুদ্র প্রসাব ফোটা তা শুকয়ে গেলে পাক হবে। তবে ভিজে গেলে আবার নাপাক হয়ে যাবে।
(৩)ক্যাপ্সুল মেডিসিনে জেলাটিন থাকে যা বেশিরভাগ শুকরের চর্বি থেকে তৈরি। দেশের শরীয়া ভিত্তিক মেডিকেল ফিক্বহ নিয়ে কাজ করে 'র্যাম্ফিট' এমন কথা বলেছিল। যদি কারো ব্যথার মেডিসিন খাওয়া লাগে,এবং তার পূর্বে গ্যাসের মেডিসিন যেহেতু খেতে হয়।
শুকুরের চর্বির মৌলিকত্ব যেহেতু বদলে গেছে, তাই তা নাজায়েয হবে না।এবং মুখও নাপাক হবে না।
(৪)মানুষের অল্প পরিমান মল(নরম) এ যদি কোনো ভেজা শরীর/কাপড় লাগে কিন্তু সেই পানির বৈশিষ্ট্য পরিবর্তন হয়না। যদি তা এক দিরহাম থেকে বেশী না হয়, তাহলে তা নাপাক হবে না।