বিসমিহি তা'আলা
জবাবঃ-
যদি নাবালক সন্তানের সম্পত্তি থাকে।তাহলে তার ভরণপোষণের খরছ তার সম্পত্তি থেকেই করা হবে।
যেমন গ্রহণযোগ্য ফাতাওয়া গ্রন্থ 'ফাতাওয়ায়ে হিন্দিয়া'তে বর্ণিত রয়েছে....
وَنَفَقَةُ الصَّبِيِّ بَعْدَ الْفِطَامِ إذَا كَانَ لَهُ مَالٌ فِ مَالِهِ هَكَذَا فِي الْمُحِيطِ
নাবালক সন্তানের ভরণপোষণ তার সম্পত্তি থেকেই নির্বাহ করা হবে যদি তার সম্পত্তি থাকে।
ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৫৬২
ফাতাওয়ায়ে মাহমুদিয়্যা-১৩/৪৬৭
নাবালক সন্তানের মাল থেকে যদি মা সন্তানের জন্যই খরছ করে থাকেন,তাহলে সেটা ঋণ হবে না।বরং নিয়মানুযায়ী-ই উনি খরছ করেছেন।
আর যদি উনি উক্ত সন্তান ব্যতীত অন্য কোনো সাংসারিক কাজে খরছ করে থাকেন,তাহলে সেটা অবশ্যই ঋণ হবে।
উক্ত ঋণ যদি এ পরিমাণ হয় যে,তা পরিশোধ করার পর মায়ের সম্পদ আর নেসাব পরিমাণ অবশিষ্ট থাকবে না,তাহলে এমতাবস্থায় মায়ের উপর যাকাত আসবে না।
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM
ও
পরিচালক
ইসলামিক রিচার্স কাউন্সিল বাংলাদেশ
*Emails are not allowed*