ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
يَقْتَضِي الْجَوَازَ لِلنِّسَاءِ أَيْضًا لِأَنَّهُ لَمْ يَخُصَّ الرِّجَالَ وَفِي الْأَشْرِبَةِ وَاخْتَلَفَ الْمَشَايِخُ رَحِمَهُمْ اللَّهُ تَعَالَى فِي زِيَارَةِ الْقُبُورِ لِلنِّسَاءِ قَالَ شَمْسُ الْأَئِمَّةِ السَّرَخْسِيُّ - رَحِمَهُ اللَّهُ تَعَالَى - الْأَصَحُّ أَنَّهُ لَا بَأْسَ بِهَا وَفِي التَّهْذِيبِ يُسْتَحَبُّ زِيَارَةُ الْقُبُورِ
কবর যিয়ারতের বিধানের ব্যপকতার মধ্যে পুরুষ মহিলা সবাই শামিল।কেননা শুধুমাত্র পুরুষের সাথে নির্দিষ্ট হওয়ার কোনো প্রমাণ নেই।মাশায়েখগণ মহিলাদের কবর যিয়ারত নিয়ে মতবেদ করেন।সারাখসী রাহ,মনে করেন,বিশুদ্ধ কথা হল,এতে কোনো সমস্যা নেই।তাহযিব কিতাবে বর্ণিত রয়েছে,তাদের জন্য কবর যিয়ারত মুস্তাহাব।
কিন্ত যামানার ফিৎনার ধরুণ মহিলাদের জন্য কবর যিয়ারতে না যাওয়াই উত্তম। (ফাতাওয়ায়ে মাহমুদিয়্যা-৯/১৯২)বিস্তারিত অালোচনা (কিতাবুল ফাতাওয়া-৩/২২৮)
বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/5331
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
মহিলারা কবরে গিয়ে যিয়ারত না করে বরং ঘরে বসে ঈসালে সওয়াব করবে।ঘরে বসে নফল ইবাদত করে নিজ পিতা মাতার নামে বখশিয়ে দিবে।
(২)
সকল প্রকার নফল ইবাদত করে এর সওয়াব আপনি আপনার মায়ের নামে পাঠিয়ে দিতে পারবেন।
(৩)
ঈসালে সওয়াব অর্থ সওয়াব প্রেরণ করা। সওয়াব প্রেরণ করা জায়েয। তবে টাকার বিনিময়ে বা নির্দিষ্ট কোনো দিন তারিখ ঠিক করে নির্দিষ্ট কোনো পদ্ধতিতে ঈসালে সওয়াব করা যাবে না।