ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)কোন মেয়ে কোন ছেলে পছন্দ করে এবং মেয়ে সেই ছেলের ফোন নাম্বার তার মায়ের মোবাইলে বড় জামাই লিখে সেভ করলে, বিয়ে জাতীয় কিছু হবে না।
(২)অতীত নিয়ে ওয়াসওয়াসা গ্রস্ত। অনেকে বলে প্রশ্ন না করতে এতে নাকি ওয়াসওয়াসা বাড়ে। কিন্তু প্রশ্ন না করলে মনের ভেতর কেমন যেন করে, এর সমাধান হল, আপনি স্থানীয় কারো কাছে সরাসরি ওয়াসওয়াসা নিয়ে প্রশ্ন করবেন।
(৩)মেয়েটা তার মাকে জিজ্ঞেস করে যে ফোন নাম্বার বড় জামাই লিখে মোবাইলে সেভ করছিল কিনা। মা বলছে করছিলা । মেয়েটার মা এভাবে বোঝাইছে যে আজকে করছিলা সেভ মাঝখানে একদিন ছিল তার পরেরদিন সকালে উঠে ডিলিট করে দিছিলা। তারপর মেয়েটাট মা জিজ্ঞেস করছে এটা করলে কি হয় মেয়েটা বলছে জানি না আবার মনে হচ্ছে এমন কিছু বললো না তো যে ওর এখন যে অন্য ছেলের সাথে বিয়ে হইছে সেখানে কোন সম্যসা হবে কিনা এমন ওয়াসওয়াসায়?
এই সেইভ করার দ্বারা বা মা মেয়ের এমন কথাবার্তার দ্বারা তালাক জাতীয় কিছুই হবে না।
(৪)চাচা, খালারা খারাপ হলে তাদের সাথে কথা না বলার রুখসত রয়েছে যদি তারা বাস্তবেই খারাপ হয়।তবে উত্তম হল, এমতাবস্থায় ও তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা।
(৫)আলেম/ আলেমা না হয়েও কমনসেন্স প্রয়োগ করে কোন মাসআলা নিজ থেকে বোঝা যাবে না। হ্যা, কুরআন হাদীসে স্পষ্ট যে সব মাস'আলা বা বিধি-বিধান রয়েছে, সেগুলো মানতে পারবেন।