আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
353 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (29 points)
আমার এক সিনিয়র আপুর প্রশ্ন -
"আসসালামু আলাইকুম।আমি বিগত ১০ তারিখ জার্নি করে এসেছি প্রায় ২৫০ কিমি।ঠিক ছিলো থাকবো ১০ দিন তাই কসরের নামাজ পড়ছি।এখন সঙ্গত কারণে আমার আরো সপ্তাহ খানেক থাকতে হবে।সেক্ষেত্রে মোট থাকার সময় ১৫ দিনের বেশি হবে।আমি এখনো কসর নামাজ ই আদায় করছি।এমতাবস্থায় আমার করণীয় কী?১৫ দিন অগিক্রম করার পরে থেকে পুরো নামাজ শুরু করবো নাকি এখনই গোটা নামাজ পড়বো নাকি বাড়ি যাওয়ার আগ অব্দি কসরই পড়তে থাকব?"

1 Answer

0 votes
by (583,020 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

শরীয়তের বিধান হলো কেহ যদি সফরে কোনো নির্দিষ্ট দিন থাকার নিয়ত না করে,বরং তার হিসেব মতে তার কাজ পাচ দিনেও শেষ হতে পারে,আবার দশ দিনেও,তাহলে সে এই ভাবে মাস, বছর চলে গেলেও কছরেরই নামাজ পড়বে।
কোনো দিন এসে যদি সে পনের দিন বা তার চেয়ে বেশি থাকার নিয়ত করে,তাহলে সেই দিন থেকে সে পুরো নামাজ পড়বে।

হাদীস শরীফে এসেছে  

عن سعید بن جبیر قال: إذا أقمت أکثر من خمس عشرۃ فأتم الصلاۃ۔ (المصنف لابن أبي شیبۃ ۵؍۳۸۴ رقم: ۸۳۰۲)
যখন পনের দিন থেকে বেশি থাকবে,তখন পূর্ণ নামাজ পড়বে। 

عن ابن عمر رضي اللّٰہ عنہما أنہ قال: من أقام خمسۃ عشر یوما أتم الصلاۃ۔ (سنن الترمذي ۱؍۱۲۲)
যে ব্যাক্তি পনের দিন থাকবে,সে পুরো নামাজ পড়বে।

ولا یزال حکم السفر حتی ینوي إقامۃ في بلدۃ أو قریۃ خمسۃ عشر یومًا۔ (المحیط البرہاني ۲؍۱۲۸)
যতক্ষন পর্যন্ত কোনো এলাকায় পনের দিন থাকার নিয়ত না করবে,সে কছর করেই যাবে।
۔
وإن نوی الإقامۃ أقل من خمسۃ عشر یوماً قصر، ہکذا في الہدایۃ، ولو بقی في المصر سنین علی عزم أنہ إذا قضی حاجتہ و یخرج و لم ینو الإقامۃ خمسۃ عشر یوما قصر کذا في التہذیب۔ (ہندیہ ۱؍۱۳۹، بدائع الصنائع ۱؍۲۶۸ زکریا، الفتاویٰ التاتارخانیۃ ۲؍۵۲۵ رقم ۳۲۰۶ زکریا)
যার সারমর্ম হলো কেহ যদি শহরে থাকে,যে আমার কাজ পূর্ণ হলে আমি চলে যাবো,পনের দিন বা ত্র চেয়ে বেশি দিন থাকার নিয়ত না করে,তাহলে এইভাবে দুই বছর চলে গেলেও সে কছরের নামাজই পড়বে।
,
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি যেহেতু শুরুতে ১০ দিন থাকার নিয়ত করেছিলেন,তাই আপনি কছরেরই নামাজ আদায় করবেনা।
হ্যাঁ সঙ্গত কারনে যেদিন আপনার নিয়ত আরো বেশি দিনের হয়ে গেলো,সেদিন থেকে আবার হিসাব শুরু হবে।
তখন আপনি যদি পনের দিন বা তার বেশি থাকার নিয়ত করেন,তাহলে তখন থেকে আপনি পূর্ণ নামাজ আদায় করবেন।
আর যদি তখন আপনি পনের দিনের কম থাকার নিয়ত করেন,বা কোনো নিয়তই না করেন,তাহলে আপনি কছরের নামাজ চালিয়ে যাবেন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 226 views
...