ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)স্বামী যদি ফোনে তার স্ত্রীকে বলে আমার ঘরের ভাত যদি খাইতে চাও আমার ঘরের ভাত যদি কপালে থাকে, তাহলে কি করে পারবো না বলিস তা দেখতে চাই, এ কথা ফোনে বলাতে তালাকের হুমকি দেওয়া বুঝাবে।
তবে একথা বলাতে তালাকের মজলিস হবে না।
(২)স্বামী যদি ফোন কলে তার স্ত্রীকে ঘরের ভাত যদি খাইতে চাস আমার ঘরের ভাত যদি কপালে থাকে, তাহলে পারবো না একথা বলতে পারবি না, ফোনে স্ত্রীকে এ কথা বলাতে তালাকের হুমকি দেওয়া বুঝাবে তবে একথা বলাতে তালাকের মজলিস হবে না।
৩.উপরোক্ত ঐ কথাগুলো ফোনে বলার পর যদি কোনো কেনায়া বাক্য বলে স্বামী তাহলে নিয়ত ছাড়া তালাক হবে না।
৪.স্বামী যদি স্ত্রীকে বলে "তুমি যদি এমন আচারন করো তাহলে আমাদের মাঝে দুরত্ব হয়ে যাবে"একথা বললে তালাকের সম্ভবনা নেই।কেননা এটা কেনায়া শব্দ নয়।
৫. "তুমি যদি এমন আচারন করো তাহলে আমাদের মাঝে দুরত্ব সৃষ্টি হয়ে যাবে" একথা বললে তালাকের সম্ভবনা আছে নেই, কেননা এটা কেনায়া শব্দ নয়।