১. নামাজে যদি হঠাৎ মনে মনে কনফিউশান হয় যে, সুরা মিলালাম কিনা, বা তাশাহুদ পরাম কিনা, এই সন্দেহ হলে কি করবো?
২.আপনার একটি জবাবে দেখলাম" সাহু সিজদা ওয়াজিব না থাকার পরও কেউ দিয়ে দিলে নামায হয়ে যাবে।নামাযে কোনো সমস্যা হবে না"। এটা দেখে অনেক সময় সন্দেহের দরুন সাহু সিজদা দিয়ে নামাজ পরতাম।যেহেতু আমরা সব সময় একদিকে সালাম ফিরিয়ে সাহু সিজদা দেই। তাই এভাবেই দিতাম। দুই দিকে সালাম ফিরিয়ে সাহু সিজদার কথা জানা ছিলো না, জানতাম দুই দিকে সালাম ফিরালে নামাজ শেষ হয়ে যায়।কিন্তু কদিন আগে হঠাৎ দেখি যে
"যদি এই সাহু সিজদা (যা ওয়াজিব হয়নি) দুই সালাম ফিরিয়ে দেয়া হয়ে থাকে, তাহলে নামায হয়ে যাবে।আর যদি এক সালাম ফিরিয়ে দেয়া হয়, তাহলে উক্ত নামাযকে দোহড়াতে হবে(কিতাবুন-নাওয়যিল-৩/৬৩৯)"। এখন তো আগের নামাজ গুলো নিয়ে ভয় হচ্ছে কি করবো?, আর এই দুই কথা কি বিপরীত না সমন্বয় আছে, একটু যদি জানাতেন আমাদের আমল করা সহজ হতো।
৩. নামাজে সন্দেহ আমলে নিয়ে তিন তসবি পরিমান ভাবার বিষয়টিও বুঝতেছি না। এটা কি নামাজের পড়া, যেমন সুরা, বা তসবি, বা তাশাহুদ পড়া, থামিয়ে ভাবলে সাহু সিজদা ওয়াজিব হবে? না কি এইগুলো পড়া চলতে চলতেও যদি তিন তসবি পরিমান সন্দেহ ভাবি তাহলেও সাহু সিজদা ওয়াজিব হবে? ভাবনার সুরত টা কিকরম?
৪. আমরা একটা কবিতা পড়েছিলাম যার শেষ লাইন ছিলো " শূণ্য মন্দির মোর" এই কবিতা নিজে নিজে পড়তাম ও, এটার দ্বারা কি মন্দিরকে নিজের বলে দাবি করা হচ্ছে? এতে কি কুফর হবে? (আমি কখনো মন্দির নিজের বলে দাবী করে এটা বলেছি বলে মনে পরছে না)
মন্দির /বিশেষ্য পদ/ ভবন, দেবালয়; গৃহ, উপাসনা গৃহ। (উনি অনেক পুরাতন কবি মন্দিরের অর্থ ঘর হিসাবেও লিখতে পারেন)
৫. কেও যদি বলে উঠে "দিল/মন বেইমান, বেইমান রে" তাহলে কি কাফের হবে?(নিজেকে বেইমান বলার উদ্দেশ্য না)
(আমার সন্দেহ হচ্ছে যে এই কথাটা বুকের দিকে ইংগিত করে গানের লাইন হিসাবে বলেছি কিন্তু এরকম করেছি মনে পরছে না, সন্দেহ হচ্ছে, তবে প্রায়ই বিভিন্ন ভাবে নরমালি গান হিসাবে গেয়ে উটতাম )
৬. আমার বউকে বলি যে "জলদি ঘুমাও না হয় ফজরের ওয়াক্তে উঠতে পারবে না" তখন সে বলে" না পারলে নাই" এর পরপর ম্যাসেজ দিলো আবার" ঘুমানির ব্যবস্থা করা লাগবো" এই কথায় কি ইমানে সমস্যা হবে?
৭. মুফতি সাহেব একটা প্রশ্নের জবাব দিয়েছিলেন,সম্পূর্ন জবাব না পেয়ে, আবার প্রশ্ন করেছিলাম উত্তর দিয়েছিলেন। আজ দেখলাম আবার মাস খানিক পরে সেই প্রথম প্রশ্নের কমেন্টে একটি বিষয় জানতে চেয়েছেন,(October এ) আমি আজ দেখে রিপ্লে দিয়েছি একটু দেখবেন।
যেটার কমেন্টে প্রশ্ন করেছেন, https://ifatwa.info/54938/
পরবর্তী দিনে আবার অবশ্য জবাব দিয়েছিলেন, https://ifatwa.info/55059/
কোনো কিছু সংযোজন করতে চাইছেন কিনা জানি না,তাই বিষয়টা একটু দেখালাম।
জাজাকাল্লাহ মুফতি সাহেব।