বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
হাদীস শরীফে এসেছে-
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ،
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ،
عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم
قَالَ " اتَّقُوا اللاَّعِنَيْنِ " . قَالُوا وَمَا اللاَّعِنَانِ
يَا رَسُولَ اللَّهِ قَالَ " الَّذِي يَتَخَلَّى فِي طَرِيقِ النَّاسِ أَوْ
ظِلِّهِمْ " .
আবু হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
বলেন, তোমরা দুটি অভিশপ্ত কাজ থেকে দূরে থাকবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, অভিশপ্ত কাজ দু’টি কী হে আল্লাহর
রাসূল? নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, মানুষের যাতায়াতের পথে অথবা
(বিশ্রাম নেয়ার) ছায়া বিশিষ্ট (গাছের নিচে) জায়গায় পেশাব পায়খানা করা। সুনানে আবু
দাউদ, হাদীস নং- ২৫
উক্ত হাদীস দ্বারা বুঝে আসে যে, মূলত গাছের নিচে বা পাশে পেশাব-পায়খানা
করা নিষেধ না। তবে যদি গাছটি (বিশ্রাম নেয়ার জন্য) ছায়া বিশিষ্ট হয় যেই গাছের নিচে মানুষ
জন বিশ্রাম নেয় এমন গাছের নিচে রাসূল সা. পেশাব-পায়খানা করতে নিষেধ করেছেন। এটা
মূলত মানুষ জনের কষ্ট হওয়ার কারণে। তা ছাড়া অন্য কোনো কারণে নয়।
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জ্বী হ্যাঁ, সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্যে বাথরুমে ছোট গাছ রাখা যাবে। এতে
কোনো সমস্যা নেই।