জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ভালো নাম রাখা পিতা-মাতার সর্বপ্রথম দায়িত্ব। আমরা এভাবেও বলতে পারি যে, পিতা-মাতার উপর সন্তানের সর্বপ্রথম হক হচ্ছে, তার জন্য সুন্দর নাম নির্বাচন করা।
আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه.
অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। -মুসনাদে বাযযার (আলবাহরুয যাখখার), হাদীস ৮৫৪০
হযরত আবুদ দারদা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
إِنّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ، وَأَسْمَاءِ آبَائِكُمْ، فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ.
কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের ও তোমাদের বাবার নাম নিয়ে (অর্থাৎ এভাবে ডাকা হবে- অমুকের ছেলে অমুক)। তাই তোমরা নিজেদের জন্য সুন্দর নাম রাখ। -সুনানে আবু দাউদ, হাদীস ৪৯৪৮
,
আরো জানুনঃ
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
حَيْدَر
[হাইদার] শব্দের অর্থঃ-
সিংহ,শক্তিশালী,বলবান।
হাইদার/হায়দার নাম ঠিক আছে,এর অর্থ ভালো।
এতে সমস্যা নেই।
হাইদার উল্লাহ শব্দের অর্থ দাঁড়ায়, আল্লাহর সিংহ।
এ নাম দ্বারা মানুষের নামকরন করা যাবে।
তবে "হায়দার আল্লাহ" বলে নামকরণ করা যাবেনা।
★হায়দার এটি খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাঃ এর একটি খেতাব।
হায়দার নাম শিয়াদের কাছ থেকে এসেছে, এটা সত্য নয়।