ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
শরীয়তে ইসলামি সহজতার উপর নির্ভরশীল। শরীয়ত চায় না মানুষ কষ্টে নিপতিত হোক।আল্লাহ তা'আলা বলেন,
يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ
আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান; তোমাদের জন্য জটিলতা কামনা করেন না(সূরা বাক্বারা-১৮৫)
রাসূলুল্লাহ সাঃ বলেন,
(إِنَّ الدِّينَ يُسْرٌ)
নিশ্চয় দ্বীনে ইসলাম সহজ।(সহীহ বুখারী-৩৯)
যেহেতু প্রস্রাব আপনার কাপড়ে লেগেছে,যদি এই প্রস্রাবের ফোটা এক দিরহাম থেকে বেশী পরিমাণের হয়, তাহলে উক্ত কাপড় দ্বারা যত নামায পড়েছেন, সেই সব নামাযকে আপনি আবার দোহড়িয়ে পড়ে নিবেন। মুবাইল ব্যাগ ইত্যাদিতে প্রস্রাব লেগেছে কি না? সে সম্পর্কে যেহেতু কোনো নিশ্চয়তা নেই, তাই মুবাইল কাপড়ের ব্যাগ ইত্যাদিকে পবিত্র করা বা ধৌত করা জরুরী নয়।