বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নবি সা. এর যুগে মানুষ কাপড় পরিধান করত।তখনকার সময়ে মানুষ হাত দ্বারা পোষাক তৈরী করতো। এবং উস্তোরা তথা নখ কাটার যন্ত্র বিশেষ দ্বারা দিয়ে নখ কাটত।যদিও সেটা এখনকার সময়ের মত ছিলনা। এবং উস্তোরা তথা কাচি জাতীয় জিনিষ দ্বারা বগলের পশম কাটত বা উপড়াত। ঠিকতেমনিভাবে নাভীর নিচের লোমককেও পরিষ্কার করত।এভাবে বগলের পশমকেও কাটত বা উপড়াতো। বগলের রোম উপড়ানো কষ্টকর না হলে উপড়ানোই উত্তম।হ্যা কর্তনের অনুমোদনও রয়েছে।
তখনকার সময়ে তরবারি ছিল, বর্শাও ছিল এবং লোহবর্মও ছিল। লোহা দ্বারা তারা অনেক প্রকার জিনিষ তৈরী করত।
হাসান ইবনে আলী রাযি থেকে বর্ণিত রয়েছে।
ﻭﻋﻦ ﺍﻟﺤَﺴَﻦِ ﺑﻦ ﻋَﻠﻲٍّ ﺭﺿﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋﻨﻬﻤﺎ ﻗَﺎﻝَ : ﺣَﻔِﻈْﺖُ ﻣِﻦْ ﺭَﺳُﻮﻝ ﺍﻟﻠَّﻪِ ﷺ : « ﺩَﻉْ ﻣَﺎ ﻳَﺮِﻳﺒُﻚَ ﺇِﻟﻰ ﻣَﺎ ﻻ ﻳﺮِﻳﺒُﻚ » ﺭﻭﺍﻩُ ﺍﻟﺘﺮﻣﺬﻱ ﻭﻗﺎﻝ : ﺣﺪﻳﺚٌ ﺣﺴﻦٌ ﺻﺤﻴﺢٌ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাঃ কে বলতে শুনেছি।তিনি বলেন,সন্দেহ যুক্ত জিনিষকে পরিহার করে সন্দেহমুক্ত জিনিষকে গ্রহণ করো।(সুনানু তিরমিযি-২৪৪২)