https://ifatwa.info/54914 নং ফতোয়ার ১ নং প্রশ্নোত্তরে অন্যের ডিজাইন কপি করা প্রসঙ্গে বলা হয়েছে। এখন আমার প্রশ্ন হলোঃ
১. ওয়েবসাইট ডিজাইন শেখার উদ্দেশ্যে কি অন্যের ডিজাইন হুবুহু কপি করে ওয়েবসাইট তৈরি করা যাবে কি না?
২. একটি ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের রিসোর্স সংগ্রহ করে ওয়েবসাইট তৈরি করার প্রয়োজন হয়, যেমনঃ Image, Font, Programming code ইত্যাদি বিভিন্ন রিসোর্সের সমন্বয়ে একটি ওয়েবসাইট তৈরি করা হয়। আমি যে এগুলোর সমন্বয়ে নিজে একটি ওয়েবসাইট তৈরি করলাম। তাহলে কি ওয়েবসাইটটি আমার তৈরিকৃত হিসেবে উল্লেখ করা যাবে কি না?
৩. একটি বাড়ি দেখে একজনের পছন্দ হলো। সেও তার বাড়িটি ঠিক সেভাবেই তৈরি করলো এবং বললো এটি আমার বাড়ি। এক্ষেত্রে কি ডিজাইন কপি করা হলো না? সে ডিজাইন হুবুহু কপি করেছে এবং নিজে (অর্থাৎ নিজের টাকাই) বাড়িটি তৈরি করেছে। ও বলছে এটি আমার বাড়ি, এক্ষেত্রে এ বিষয়টি জায়েজ কি না?
যদি জায়েজ হয় তাহলে, একটি ওয়েবসাইটের ডিজাইন দেখে যদি কেউ নিজে সে ওয়েবসাইটটি তৈরি করে এবং বলে এটি আমার তৈরি ওয়েবসাইট তাহলে এটি জায়েজ হবে কি না?
৪. কারোর করা কোনো ডিজাইন থেকে আইডিয়া নিয়ে নিজের মত তৈরি করা (হুবুহু না বরং কিছু কিছু জায়গায় অমিল থাকা) জায়েজ কি না? এবং সেই নিজের করা ডিজাইন নিজের নামে চালানো জায়েজ কি না?
৫. একটি ওয়েবসাইট কিভাবে তৈরি করা হয়েছে সেটি জানার ব্যবস্থা স্বয়ং ইন্টারনেট ব্রাউজারেই দেয়া আছে। সেটি হলো মাউসের রাইট বাটন ক্লিক করে View page source অপশনটি। এক্ষেত্রে কেউ সেই জায়গা থেকে দেখে নিজের মত করে ওয়েবসাইট তৈরি করলো। এটি জায়েজ আছে কি না?
৬. এই লিংকে (shorturl.at/eUVW5) কিছু Image রয়েছে। এই ধরনের ইমেজ ওয়েবসাইটে ব্যবহার করা জায়েজ কি না?
৬. কেউ একজন কোনো জিনিস আবিস্কার করেছে, কিন্তু সরকারি ভাবে সে আবিস্কারের লাইসেন্স করেনি। তাহলে কি সেটা আবিস্কার সত্ত্বের মধ্যে পড়ে কি না?
৭. বাবা মা যদি নাটক দেখার জন্য ফোনে অ্যাপ ইন্সটল করে চায়, তাহলে না দিলে তারা অসন্তুষ্ট হন। এতে যদি তাদের তা ইন্সটল করে দেয়া হয় এতে কি গোনাহর ভাগিদার হতে হবে?