আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
365 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (14 points)
আমার এক জায়গায় বিয়ের প্রস্তাব চলছে।আমি ইস্তিখারা করছি রেগুলার।তবে স্বপ্ন গুলো ইস্তিখারার পরই দেখেছি কি না তা মনে নেই।

তবে ৩ দিন একই ধরনের প্রায় স্বপ্ন দেখেছি।

১ ম দিন দেখি আমি একটি উঁচু দালানের ছাদে দাঁড়িয়ে।তারচেয়েও উচু ছাদে একজন ছেলে অন্ধকারে গানের প্লেয়ার হাতে গান ছেড়েছে ও গাইছে।

২ য় দিন দেখি আমি আমার ফুপির বাসায় ২ য় তলায় দাড়ান।
৩ য় দিন দেখি আমি নামাজ পড়ার উদ্দেশ্যে এক বাসায় সিড়ি বেয়ে উঠলাম।সেই বাসার পাশে গান বাজছিলো অন্য কারো বিয়ে উপলক্ষে। তখন আমার মনে মনে এমন বোধ হচ্ছিল যে সমাজটায় গান বাজনা বিয়ের অনুসংগ হয়ে গেছে।

অবশ্য এই ৩ টি স্বপ্নে আমি নিজে এসব গান বাজনায় জড়াই নি এবং স্বপ্নের মধ্যে গানের প্রতি আমার ঘৃণা হচ্ছিল।
এরমাঝেই একদিন দেখি আমি ট্রেনে চড়েছি আর ট্রেনটা দ্রুত গতিতে এগিয়ে গেল।

আবার আমার কাছের একজন বান্ধবী স্বপ্নে দেখেছে আমি একটা বড় বাসায় উঠেছি।পর্দাগুলো লাল কালার।ও আমাকে কাঠালি রংয়ের বোরকা আর কালো হিজাব পড়া অবস্থায় পর্দারত দেখেছে।এ বান্ধবী অবশ্য বিয়ের বিষয়ে জানে না।

আরেক বান্ধবী আমাকে দেখেছে আমি পরিপূর্ণ পর্দা অবস্থায় দাড়িয়ে আছি আর তাকে দেখে মুচকি হাসি দিয়েছি।


(উল্লেখ্য যে, ছেলে দ্বীনদার তার পরিবার এগোতে ইচ্ছুক।সবকিছু ঠিক শুধু আমার বাবা মত দিচ্ছেন না।আল্লাহ চাইলে রাজি হতেও পারেন আমি আমল করে যাচ্ছি।)
এই স্বপ্ন গুলো কি ধরনের ইংগিত বহন করে জানালে উপকৃত হতাম ইন শা আল্লাহ।

1 Answer

0 votes
by (702,270 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
যখন কারো সামনে কোনো গুরুত্বপূর্ণ বিষয় এসে উপস্থিত হবে।এবং সে সিদ্ধান্ত নিতে পারবে না যে, সে এ বিষয়ে কোন সিদ্ধান্ত নিবে।তাহলে এমন পরিস্থিতে তার জন্য উচিৎ ইস্তেখারা করা তথা ভালো দিক কে অন্বেষণ করা।অবশ্যই ইস্তেখারা, নামাযের মাধ্যমেই করবে। ইস্তেখারার পদ্ধতি সম্পর্কে রাসূলুল্লাহ সাঃ এক হাদীসে বলেন, দুই রা'কাত নামায পড়ে বিশেষ মনোযোগের সাথে (নিম্নে উল্লেখিত) দু'আ পড়বে।তাহলে হয়তো তার মন কোনো এক দিকে ধাবিত হবে,বা সে স্বপ্নযোগে কোনো এক ইশারা পাবে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1472

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার এই স্বপ্নগুলো পজিটিভই মনে হচ্ছে। সুতরাং যতদিন না ঐ প্রস্তাবের প্রতি মনে প্রবল ইচ্ছা না আসছে,ততদিন পর্যন্ত ইস্তেখারা করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (702,270 points)
উত্তর দেয়া হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...