আমার এক জায়গায় বিয়ের প্রস্তাব চলছে।আমি ইস্তিখারা করছি রেগুলার।তবে স্বপ্ন গুলো ইস্তিখারার পরই দেখেছি কি না তা মনে নেই।
তবে ৩ দিন একই ধরনের প্রায় স্বপ্ন দেখেছি।
১ ম দিন দেখি আমি একটি উঁচু দালানের ছাদে দাঁড়িয়ে।তারচেয়েও উচু ছাদে একজন ছেলে অন্ধকারে গানের প্লেয়ার হাতে গান ছেড়েছে ও গাইছে।
২ য় দিন দেখি আমি আমার ফুপির বাসায় ২ য় তলায় দাড়ান।
৩ য় দিন দেখি আমি নামাজ পড়ার উদ্দেশ্যে এক বাসায় সিড়ি বেয়ে উঠলাম।সেই বাসার পাশে গান বাজছিলো অন্য কারো বিয়ে উপলক্ষে। তখন আমার মনে মনে এমন বোধ হচ্ছিল যে সমাজটায় গান বাজনা বিয়ের অনুসংগ হয়ে গেছে।
অবশ্য এই ৩ টি স্বপ্নে আমি নিজে এসব গান বাজনায় জড়াই নি এবং স্বপ্নের মধ্যে গানের প্রতি আমার ঘৃণা হচ্ছিল।
এরমাঝেই একদিন দেখি আমি ট্রেনে চড়েছি আর ট্রেনটা দ্রুত গতিতে এগিয়ে গেল।
আবার আমার কাছের একজন বান্ধবী স্বপ্নে দেখেছে আমি একটা বড় বাসায় উঠেছি।পর্দাগুলো লাল কালার।ও আমাকে কাঠালি রংয়ের বোরকা আর কালো হিজাব পড়া অবস্থায় পর্দারত দেখেছে।এ বান্ধবী অবশ্য বিয়ের বিষয়ে জানে না।
আরেক বান্ধবী আমাকে দেখেছে আমি পরিপূর্ণ পর্দা অবস্থায় দাড়িয়ে আছি আর তাকে দেখে মুচকি হাসি দিয়েছি।
(উল্লেখ্য যে, ছেলে দ্বীনদার তার পরিবার এগোতে ইচ্ছুক।সবকিছু ঠিক শুধু আমার বাবা মত দিচ্ছেন না।আল্লাহ চাইলে রাজি হতেও পারেন আমি আমল করে যাচ্ছি।)
এই স্বপ্ন গুলো কি ধরনের ইংগিত বহন করে জানালে উপকৃত হতাম ইন শা আল্লাহ।