বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
لَأَنْ يَهْدِيَ اللَّهُ بِكَ رَجُلًا وَاحِدًا خَيْرٌ لَكَ مِنْ أَنْ يَكُونَ لَكَ حُمْرُ النَّعَمِ
“তোমার মাধ্যমে যদি আল্লাহ একজন লোককেও হেদায়েত দেন তবে তা তোমার জন্য একটি লাল উট পাওয়া থেকেও উত্তম।” (বুখারী ১২/৩৭)
তিনি আরো বলেন:
مَنْ دَعَا إِلَى هُدًى كَانَ لَهُ مِنْ الْأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ تَبِعَهُ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا
“যে ব্যক্তি হেদায়েতের পথে আহবান করে সে ঐ পরিমাণ সওয়াবের অধিকারী হয় যে ব্যক্তি তদনুযায়ী আমল করে। কিন্তু এতে আহ্বানকারীর সওয়াব কমানো হয় না।”(সুনানু আবি দাউদ-৪৬০৯)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/31389
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি বাহির থেকে খাবার কিনে নিয়ে তাকে নিয়ে আপনার বাসায় এসে খাবেন অথবা তার বাসায় পার্সেল করে দিবেন,অথবা খাবার ক্রয় করে তাকে সাথে নিয়ে এমন কোনো স্থানো খাবেন,যেখানে পরপুরুষের দৃষ্টি সাধারণত যায় না।
ওয়াইফাই দ্বারা যদি সে গান বাজনা ডাউনলোড করতে চায়, তাহলে রাউটার কনফিগারেশনে ঢুকে সমস্ত গান বাজনা মূলক সাইটকে ব্লক করে দিবেন। শুধুমাত্র ইউটিউব খুলা রাখতে পারেন। যদি এগুলো না পারেন, তাহলে ওয়াইফাই হাইড করে রাখবেন। যদি এটাও সম্ভবপর না হয়, তাহলে সে যত সময় আপনার বাসায় থাকবে, তত সময় আপনি তাকে ইউটিউবে ইসলামিক কন্টেন্ট দেখানোর চেষ্টা করবেন। গান বাজনা ইসলামী শরীয়তে গোনাহ সেটাও তাকে বলে দিবেন।এরপর যদি সে ডাউনলোড করে, তাহলে এক্ষেত্রে আপনার কোনো গোনাহ হবে না। গোনাহ শুধুমাত্র তারই হবে। তাকে অগ্রাধিকার দিয়ে সময় অতিবাহিত করবেন। আল্লাহ সহায় হোক।আমীন।