ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হারাম মূল দ্বারা যদি কেউ হালাল উপায়ে কিছু উপার্জন করে, যে উপার্জনের তার শ্রমও থাকবে, ফুকাহায়ে কেরামের মতে এখানে মূলধন হারাম থাকার কারণে ঐ ব্যক্তির উপার্জন হারাম হবে না। বরং হালালই থাকবে। কেননা এখানে তার হালাল শ্রম রয়েছে। এবং পদ্ধতিও হালাল ছিল। হ্যা, তার উপর ওয়াজিব,সে ঐ হারাম মূলধনকে তার মালিকের নিকট ফিরিয়ে দিবে বা সওয়াবের নিয়ত ব্যতীত সদকাহ করে দিবে। কারো সামর্থ্য থাকাবস্থায় হারাম মূলধন দ্বারা ব্যবসা করা কখনো জায়েয হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/53560
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)এতদিন আপনি যত টাকা ব্যাংক থেকে বেতন হিসেবে ইনকাম করেছেন।আপনি চাকরি ছেড়ে দিলে সেই টাকা আপনার জন্য হালাল হবে না।
(২) এই ১০ লাখ টাকা আপনি ভোগ করতে পারবেন না। যদি আপনার অন্য কোন উপার্জনের মাধ্যেম না থাকে, তাহলেও ঐ টাকা আপনি ভোগ করতে পারবেন না।হ্যা, আপনি যদি না জেনে না বুঝে ঐ টাকা ব্যবসায় বিনিয়োগ করে নেন, তাহলে আপনার জন্য ব্যবসার মুনাফা জায়েয হবে কিন্তু মুলধন সর্বদাই হারাম হিসেবে বিবেচিত হবে।ঐ মূলধনকে অবশ্যই সদকাহ করতে হবে।
(৩) ব্যাংক থেকে বেতন নিয়ে ক্রয় করা আপনার যাবতীয় জিনিষপত্র তথা আপনার গাড়ি,আসবাবপত্র কাপড় এগুলো আপনি ব্যাবহার করতে পারবেন না।ব্যবহার করলে আপনার ইবাদত কবুল হবে না।
(৪) এই টাকা দিয়ে ব্যাবসা না করাই উত্তম। তবে এছাড়া আর কোনো রাস্তা না থাকলে, আপনার জন্য রুখসত থাকবে। তবে মূলধনকে এক সময় অবশ্যই সদকাহ করতে হবে।