ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
১. স্বামী তার স্ত্রীকে তা**** এর অধিকার দেয় নাই।
স্বামী স্ত্রীকে বলতে চায় তোমার তা*** এর অধিকার নাই। তাই স্বামী যদি "তা*** এর অধিকার দেই নাই " উচ্চারণ না করে স্ত্রীকে যদি এইভাবে বলে যে, "তোমাকে ওই অধিকার দেই নাই"। তাহলে স্বামীর কথা মিথ্যা বলে বিবেচিত হবে।স্ত্রী তালাকের অধিকার পাবে না।
২. তালাকের অধিকার পাওয়া মহিলাদের ক্ষেত্রে "যাবো" এটি কেনায়া বাক্য হবে না।
৩. তালাকের অধিকার পাওয়া মহিলাদের ক্ষেত্রে "তখন আমিও রাগ করতে পারতাম" এটিও কেনায়া বাক্য হবে না।
৪. তালাকের অধিকার পাওয়া মহিলাদের ক্ষেত্রে "তখন আমিও রাগ করতে পারতাম কখনো" এটি কেনায়া বাক্য হবে না।