আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমার হাসব্যান্ড আর ভাগীনা, সে অনেক দিন যাবত সরকারি চাকরির জন্য চেষ্টা করছে।
এমতাবস্থায় তার অন্য একটি প্রতিষ্ঠানে চাকরি হয়েছে ও, কিন্তু তার যেহেতু সরকারি চাকরির করার ইচ্ছা, স্বপ্ন তাই তার কথা হচ্ছে যে কোনো মূল্যে সরকারি চাকরি লাগবে।
আমার হাসব্যান্ড এর একজন পরিচিত মামা আছেন, যার মাধ্যমে, অর্থাৎ উনি যদি সুপারিশ করেন তাহলে সে সরকারি চাকরি টা পাবে। কিন্তু, এক্ষেত্রে তাকে ( ভাগ্নে কে) টাকা দিতে হবে।
আমার প্রশ্ন হচ্ছে-
১) তার অলরেডি রিজিকের একটা ব্যাবস্থা আছে, আলহামদুলিল্লাহ। তার উপর টাকা দিয়ে সরকারি চাকরি নেওয়া টা কি হালাল হবে?
২) যে টাকা টা দিবে বা দিতে হবে, ওটা কি ঘোষ নয়? তাহলে কি করণীয়?
৩) যেহেতু আমার হাসব্যান্ড এর মাধ্যমে কাজ টা হবে, যদিও সে ( আমার হাসব্যান্ড) ওই টাকা নিবে না বা পাচ্ছেন না, উনি মামা কে বলে দিবে, ( সুপারিশ) এরপর লেনদেন হবে, লেনদেন আমার হাসব্যান্ড এর সাথে না, কিন্তু উনি মাধ্যম টা হচ্ছেন। তাহলে উনি কি সম্পূর্ন গুনাহের ভাগীদার হবেন না??
৪) কেও যদি যোগ্যতা দিয়ে বা না দিয়ে, কোথাও চাকরির জন্য চান্স পেলো না না পেলো, কিন্তু টাকার লেনদেন ব্যতীত, করো সুপারিশের ভিত্তিতে চাকরি পায়, অর্থাৎ আমাদের দেশের সো কল্ড মামা, চাচার মাধ্যমে চাকরি নেয়, ওই চাকরি কি হালাল হবে? এ ক্ষেত্রে শরীয়তের বিধান কী?
৫) কেও যদি ডিশ লাইনের ব্যাবসা করে, তা কি হালাল ইনকাম হবে?
অনেকগুলো প্রশ্ন, সবগুলোর উত্তর দিলে মুনাসিব হয় উস্তাদ, ইং শা আল্লাহ্।