ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই বোন!
শরীরে এমন কিছু লেগে থাকলে যা ওজু গোসলের সময় শরীরে পানি পৌছতে বাধা প্রদাণ করে।শরীর এমন জিনিষ লেগে থাকাবস্থায় ওজু-গোসল কিছুই হবে না।
যথা সম্ভব সন্দেহের উর্দে থাকাই ভালো।সে হিসেবে যতটুকু সম্ভব হাতে লেগে থাকা কালির সম্পূর্ণকেই পরিস্কার করে নিতে হবে।যাতেকরে কালি প্রতিবন্ধক হিসেবে না দাড়ায়।
আমাদের ধারণা মতে সাধারণ কলমের যে কালি তা হাতে লাগার পর যথাসম্ভব পরিস্কার করে নিলে যে চিহ্ন বাকী থাকে, সেই চিহ্ন পানি পৌছতে প্রতিবন্ধক হয়ে দাড়ায় না।সে হিসেবে অজু সহীহ হবে।তবে কালি লেগে গিযে জমাট বেধে গেলে তখন সেটা প্রতিবন্ধক হয়ে দাড়িয়ে যাবে।বিস্তারিত জানুন-https://www.ifatwa.info/1024
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মার্কার পেনের কালি যদি নখ পালিশের মত হয়, যা পানি প্রতিবন্ধক হয়, তাহলে পবিত্রতা অর্জন হবে না।মার্কার পেনের কালি কি পানি প্রতিবন্ধক? সে সম্পর্কে ত্বক বিশেষজ্ঞ কাউকে জিজ্ঞাসা করে নিবেন। বা দুইজন ন্যায়পরায়ণ লোকের সাক্ষীর ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে নিবেন।