اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ
আমাদের কলেজে কিছুদিন আগে উপরের ক্লাসের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়েছিলো, যেখানে ফ্রি মিক্সিং, গানবাজনা, নাচ ইত্যাদি হয়েছে৷ এটা সহশিক্ষাযুক্ত কলেজ। এই অনুষ্ঠান আয়োজনের জন্য আমাদের কাছ থেকে টাকা খোঁজা হয়েছিলো৷ কিন্তু এই হারাম বিষয়গুলো হওয়ার কথা জানা ছিল বিধায় আমি টাকা দিই নাই। কারণ আমি চাই নি, টাকা দিয়ে হারাম কার্যক্রমে সহযোগিতা করতে। অনেকবার খোঁজার পরও আমি দেইনি।
কিন্তু সমস্যা হচ্ছে, এখন কলেজ থেকে ঘোষণা দেয়া হয়েছে, যারা যারা তখন টাকা দেয়নি তাদের এখন টাকা দিতে হবে৷ কারণ অনুষ্ঠানের টাকার ঘাটতি ছিল। যদি আমরা না দিই, তাহলে আমাদের পরীক্ষার রেজাল্ট দেয়া হবে না৷
কিন্তু আম্মু আব্বু যখন জানতে পারবে, তখন রেজাল্টের জন্য হয়তো ঠিকই টাকা দিয়ে দিবে আর আমার উপর একটু চড়াও হতে পারে। এখন এই পরিস্থিতিতে আমার কী করা উচিত? আমার তো এই হারামে সহযোগীতা করার কোনো নিয়ত ছিল না। আমি কী করবো মুহতারাম?