আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
114 views
in পবিত্রতা (Purity) by (23 points)
reshown by
Assalamualaikum
আমার মোবাইল এর মাইক এর ভিতরে  নাপাক পানি চলে গেছে যেটি আমি ভালো করে শোকাতেউ পারছি না, নিশানি মিটছে কিনা বুঝতে পারছিনা .. এবং আমি মাইক এর ভিতরে ২,১ ফোটা পানি দিয়েছি এবং অনেক খোন রোদে রেখেছি..
এখন কি  আমি এই মোবাইল সাথে করে নিয়ে নামাজ পড়তে পারবো? এবং তাছাড়া আমি এই  মোবাইল দেখে কোরআন তেলোয়াত করি, এবং IOM TAJ Class ক্লাস এবং অন্যনো class এবং অন্যনো ইসলামিক কাজও করি

আর মোবাইল এইসকল কাজে না  ব্যাবহার করতে পারলে আমার তো একটি সমস্যা হবে iom Class করতে গেলে mainly আমি মোবাইল দিয়ে class করি internet slow বা অন্য সমস্যা হলে pc use করি আর বেশিরভাগ ইসলামিক class এবং ওয়াজ শোনা কোরআন শোনা পড়া,, হাদিস ইত্যাদি আমি মোবাইল ব্যাবহার করি

এখন আমি কি করতে পারি... দয়া করে একটি সমাধান দিন...

1 Answer

0 votes
by (574,080 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم


নামাজের শর্তগুলির মধ্যে অন্যতম শর্ত হলো শরীর ও নামাজের জায়গা পাক হওয়া।

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 

وَ اِذۡ جَعَلۡنَا الۡبَیۡتَ مَثَابَۃً لِّلنَّاسِ وَ اَمۡنًا ؕ وَ اتَّخِذُوۡا مِنۡ مَّقَامِ اِبۡرٰہٖمَ مُصَلًّی ؕ وَ عَہِدۡنَاۤ اِلٰۤی اِبۡرٰہٖمَ وَ اِسۡمٰعِیۡلَ اَنۡ طَہِّرَا بَیۡتِیَ لِلطَّآئِفِیۡنَ وَ الۡعٰکِفِیۡنَ وَ الرُّکَّعِ السُّجُوۡدِ ﴿۱۲۵﴾

আর স্মরণ করুন, যখন আমরা কাবাঘরকে মানবজাতির মিলনকেন্দ্র ও নিরাপত্তাস্থল করেছিলাম এবং বলেছিলাম, তোমরা মাকামে ইবরাহীমকে সালাতের স্থানরূপে গ্রহণ করো। আর ইবরাহীম ও ইসমাঈলকে আদেশ দিয়েছিলাম তাওয়াফকারী, ই’তিকাফকারী, রুকু’ ও সিজদাকারীদের জন্য আমার ঘরকে পবিত্র রাখতে।
(সুরা বাকারা ১২৫)

হাদীস শরীফে এসেছেঃ- 

وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُقْبَلُ صَلَاةُ بِغَيْرِ طُهُورٍ وَلَا صَدَقَةٌ مِنْ غُلُولٍ

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পাক-পবিত্রতা ছাড়া সালাত (সালাত/নামায/নামাজ) এবং হারাম ধন-সম্পদের দান-খয়রাত কবূল হয় না।
(মুসলিম ২২৪,মিশকাত ৩০১।)

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
মোবাইল খুলে মোবাইলের ভিতরের উক্ত নাপাক স্থান না ধোয়া হলে সেই মোবাইলের ভিতরের অংশ পাক হবেনা।
,
★প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি সেই মোবাইল নিজের পকেটে রেখে নামাজ পড়তে পারবেননা।
নামাজের সময় আলাদা স্থানে রাখতে হবে।

আদবের খেলাফ হওয়ায় সেই মোবাইলের স্কীন দেখে কুরআন তিলাওয়াত করাও ঠিক হবেনা।

ইহা ছাড়া ক্লাশ ইত্যাদি যাবতীয় কাজ সেই মোবাইল দিয়ে করতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 144 views
0 votes
1 answer 138 views
...