ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
যদি কোনো মানুষ কষ্ট দূরীকরণার্তে বা কোনো দোষ দূরীকরণার্তে চায় উক্ত দোষ নিজের মাধ্যমে আসুক বা কোনো অসুস্থতা বা দুর্ঘটনাজনিত হোক তাহলে এমতাবস্থায় শারীরিক পরিবর্তন জায়েয।
যেমন উরফুজা ইবনে আস'আদ রাযি থেকে বর্ণিত
عن ﻋﺮﻓﺠﺔ ﺑﻦ ﺃﺳﻌﺪ ﺃﻧﻪ ﻗﻄﻊ ﺃﻧﻔﻪ ﻳﻮﻡ ﺍﻟﻜُﻼﺏ، ﻓﺎﺗﺨﺬ ﺃﻧﻔﺎً ﻣﻦ ﻓﻀﺔ ﻓﺄﻧﺘﻦ ﻋﻠﻴﻪ، ﻓﺄﻣﺮﻩ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﺎﺗﺨﺬ ﺃﻧﻔﺎً ﻣﻦ ﺫﻫﺐ
কিলাবের যুদ্ধে উনার নাক কর্তিত হয়ে যায়,তখন তিনি রূপার নাক তৈরী করে লাগিয়ে নেন।কিন্তু উক্ত নাকে দুর্গন্ধ হয়ে যায়,যে জন্য নবীজী সাঃ উনাকে সর্ণের নাক বাধার অনুমিত প্রদান করেন।অতঃপর তিনি সর্ণের নাক বেধে নেন।(সুনানে তিরমিযি-১৭৭০)
বিস্তারিত জানুনঃ-
ফাতাওয়ায়ে আলমগীরীতে আছেঃ-
فی الھندیۃ:
إذا أراد الرجل أن يقطع إصبعا زائدة أو شيئا آخر قال نصير - رحمه الله تعالى - إن كان الغالب على من قطع مثل ذلك الهلاك فإنه لا يفعل وإن كان الغالب هو النجاة فهو في سعة من ذلك
(ج: 5، ص: 360، ط: دار الفکر)
সারমর্মঃ-
কোনো ব্যাক্তি যদি তার অতিরিক্ত আঙ্গুল বা অন্য কোনো কিছু কেঁটে ফেলতে চায়,তাহলে এই জাতীয় অতিরিক্ত অঙ্গ কেঁটে ফেলার মধ্যে যদি সাধারণত মারা যাওয়া বা কঠিন সমস্যা হয়,সেক্ষেত্রে এমনটি করা যাবেনা।
আর যদি সাধারণত এহেন অতিরিক্ত অঙ্গ কেঁটে ফেলার মধ্যে নাজাত তথা মুক্তি হয়,সেক্ষেত্রে অতিরিক্ত অঙ্গ কেঁটে ফেলা যাবে।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে কোন বাচ্চা এক হাতে ৬ টি আঙুল নিয়ে জন্মায়, তাহলে তার অতিরিক্ত আঙুলটি কষ্ট দূরীকরণের্থে কেটে ফেলা জায়েজ হবে।
(০২)
أيرا
আইরা শব্দের অর্থ হলো,
শ্রদ্ধারপাত্র, উচ্চমর্যাদাসম্পন্ন এবং মাননীয়।
(সংগৃহীত)
تَبَسُّم [بسم]
[তাবাস্সুম] শব্দের অর্থঃ-
হাসি
মুচকি হাসি
মৃদু হাসি।