আসসালামু আলাইকুম শায়েখ,
আমি বেশ কয়েকমাস যাবত ওসিডি নামক এক মানসিক রোগে আক্রান্ত। সারাদিন মনের ভিতর তালাক-তালাক আসতে থাকে। অনেক সময় মুখ চেপে ধরতে হয় নাহলে মনে হয় মুখ দিয়ে উচ্চারণ করে ফেলবো। তালাক শব্দ যখন মনে চলে আসে তখন হালকা জিব্বা নাড়িয়ে ঢোক গিলছি। নামাজের ভিতরে, খাওয়ার সময়, হাচি দিতে গেলে, হায় তুললে, ও ব্রাশ করার সময় মনে হচ্ছে তালাক উচ্চারণ করে ফেলছি। যদিও আমি কানে স্পষ্টভাবে তালাক শব্দ শুনছি না । মুখে কোন শব্দ হলেই মনে হচ্ছে আমি তালাক উচ্চারণ করলাম। ওয়াইফের সাথে সাধারন কথাবার্তা বলছি তবুও মনের ভিতর তালাক-তালাক চলতে আছে। স্বাভাবিক কথাবার্তা ও কেনায়া হয়ে গেল কিনা ভেবে ভয় লাগছে। মনে তালাকের কথা সবসময় আসতে থাকে। তাই তালাকের নিয়ত হয়ে গেল কিনা ভেবে ভয় লাগে। উদাহারনসরুপ ঃ
★আমার ওয়াইফ রান্না করছিল। তখন আমার ওয়াইফ যেন অন্য কিছু রান্না করে সেই উদ্দেশ্যে বললাম,
-এটার দরকার নাই। ওইটা করো।
এটার দরকার নাই যখন বলি, তখন মনে হচ্ছে আমি যেন আমার ওয়াইফকে বলছি তোমার দরকার নাই।
★★ আমার ছোট বাচ্চা ফ্রিজের কাছে যাবার কারনে সে বিদ্যুতের শকে মারা যেতে পারে সেটা বুঝানোর উদ্দ্যেশ্যে রেগে গিয়ে আমার ওয়াইফকে বললাম যে - ও ফ্রিজের পিছনে হাত দিলে কিন্তু শেষ। কিন্তু শেষ শব্দটি যখন বলি তখন মনে হচ্ছে আমি আমার ওয়াইফের সাথে সম্পর্ক শেষ বলছি।
★★★যদি কখনো বাইরে যাবার জন্য ওয়াইফে বলি যাও, তবে আমার মনে হচ্ছে আমি মনে হয় তাকে তালাক দিয়ে দেবার জন্য যাও বললাম।
এসব কারনে কি তালাক পতিত হবে শায়েখ???