জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নামাজে কাপড় পাক রাখা ফরজ,শর্ত।
আল্লাহ তায়ালা বলেছেন
وثيابك فطهر
কাপড় পবিত্র রাখো,,,
(সুরা আল মুদ্দাচ্ছির ০৪)
,
নাপাক কাপড়ে নামাজ হবেনা।
শরীয়তের বিধান অনুযায়ী বিড়ালের পেশাব নাপাক।
যদি কাপড়ে এক দেরহাম বা তার চেয়ে বেশি বিড়ালের পেশাব লেগে যায়,তাহলে সেই জায়নামাজে বা সেই কাপড়ে নামাজ আদায় করা নাজায়েজ।
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে যদি বিড়ালের পেশাব,বা তার শরীরে লেগে থাকা কোনো নাপাকি আপনার জামায় না লাগে, তাহলে উক্ত কাপড় পাক।
সেটা পরিহিত অবস্থায় নামাজ আদায় করতে কোনো সমস্যা নেই।
,
যদি কোনো ময়লা লাগে,তাহলে আপনাকে নিশ্চিত হতে হবে যে সেটা নাপাক কিনা,যদি নাপাক হয়,আর এক দিরহাম সমপরিমাণ বা তার চেয়ে বেশি হয়,তাহলে নামাজ হবেনা।
অন্যথায় নামাজ হয়ে যাবে।
,
শরীয়তের বিধান মতে সাধারণ অবস্থায় রাস্তার কাদা পাক। তা বিড়ালের মাধ্যমে কাপড়ে লাগলে কাপড় নাপাক হবে না। তবে যদি কাদায় নাপাকি দেখা যায় কিংবা নাপাকির গন্ধ অথবা রং প্রকাশ পায় তবে তা নাপাক। এটি কাপড়ে লাগলে ঐ জায়গা ধুয়ে নিতে হবে।
-আলআশবাহ ওয়ান নাযাইর ১/১৯৯; ফাতাওয়া বাযযাযিয়া ৪/২৩; ফাতহুল কাদীর ১/১৮৬; আততাজনীস ১/২৫৯
আরো জানুনঃ