বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
তেলাপোকার বিষ্টা নাপাক ও নাজাসতে গালিজা। সুতরাং কাপড় বা শরীরে এক দিরহামের বেশী হলে সেই নাজসত নিয়ে নামায পড়া যাবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/18133
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) ছোট পোকা মেরে ফেললে সেটা অনেকটা চেটকিয়ে যায়। সেখান থেকে ছোট পোকার শরীরের ভিতরের( তার পায়খানা ইত্যাদি নাপাকি) সেই স্থানে চলে আসতে পারে যে স্থানে পোকাটাকে মেরে চেটকানো হয়েছে, সুতরাং তা এক দিরহামের বেশী হলে, এই স্থানে নামায হবে না।নতুবা নামায হবে।
(২) মুরগি/গরু/খাসির হাড্ডি র ভিতরে লালচে আভা বা রক্ত দেখা যায়। সেটা নাপাক নয় এবং হারামও নয়।
(৩) জিহবা তে, চোখে, কানের ভিতর আর নাকের ভিতর নাপাকি ভরলে,ধৌত করে পাক-পবিত্র করতে হবে।
(৪) উক্ত পোকাগুলোর মৃতদেহ যদি খাতাবইয়ে চেটকে লেগে থাকে, সেগুলো শুকনা হাতে ধরলে হাত নাপাক হবে না।তবে ভিজা হাতে ধরলে হাত অবশ্যই নাপাক হবে। এক দিরহামের বেশী হলে নামায হবে না।