ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মুক্তাদির যদি এমন কোনো ভুল হয়, যে ভুলের কারণে সাধারণত সিজদায়ে সাহু ওয়াজিব হয়ে থাকে, তাহলে এমন ভুলের কারণে সিজদায়ে সাহু মুক্তাদির উপর ওয়াজিব হবে না। হ্যা, ইমামের ভুলের কারণে মুক্তাদির উপর সিজদায়ে সাহু ওয়াজিব হবে। তাছাড়া যদি ইমামের সালামের পর অবশিষ্ট নামায আদায়কালে মাসবুক ব্যক্তির কোনো ভুল হয়, তাহলে তখন সিজদায়ে সাহু ওয়াজিব হবে।
"فأما المقتدي إذا سها في صلاته فلا سهو عليه؛ لأنه لايمكنه السجود؛ لأنه إن سجد قبل السلام كان مخالفًا للإمام، وإن أخره إلى ما بعد سلام الإمام يخرج من الصلاة بسلام الإمام؛ لأنه سلام عمد ممن لا سهو عليه، فكان سهوه فيما يرجع إلى السجود ملحقًا بالعدم لتعذر السجود عليه، فسقط السجود عنه أصلاً".
(بدائع الصنائع،کتاب الصلاۃ، فصل بيان من يجب عليه سجود السهو ومن لايجب عليه سجود السهو، 1/ 175، ط: دارالکتب العلمیة بیروت)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কিরাতের পূর্বে ছানার পড়ার মুহূর্তে তাশাহুদ পড়ে নিলে সিজদায়ে সাহু ওয়াজিব হয়না।তবে তাশাহুদের স্থলে ছানা পড়লে সিজদায়ে সাহু ওয়াজিব হবে।