আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
180 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (4 points)
আসসালামু আলাইকুম,
আমার একটা প্রশ্ন ছিল কোন ব্যাক্তি ইন্তেকাল করলে তার রেখে  যাওয়া জমি তার দুই ছেলে এক মেয়ে এবং মায়ের জন্য  কীভাবে বন্টন হবে যদি তার রেখে যাওয়া জমিটি তার ওয়ারিশ সুত্রে প্রাপ্ত না হয়, মানে তার নিজস্ব ক্রয়কৃত হয় এবং তার মা জীবিত থাকে। আলোচ্য ব্যাক্তির মায়ের অন্যত্র বিয়ে হয়েছিল এবং তার দুইটা ছেলে এবং একটি মেয়ে রয়েছে। তার রেখে যাওয়া বাড়ীটি তার ক্রয়কৃত, ওয়ারিশ সুত্রে প্রাপ্ত নয়। এখন অনেকে বলছে এই বাড়ী থেকে নাকি উনার মায়ের হক রয়েছে যেহেতু তিনি জীবিত। তবে উনার মাতার অন্যত্র বিয়ে হয়েছিল উনি থাকাকালীন। এবং উনার মায়ের অন্য সন্তান রয়েছে। সেই সন্তান তাদের মায়ের ভাগ হিসেবে জমির ভাগ চাচ্ছে। এটা কি ইসলাম সম্মত? আমি এই ব্যাপারে প্রকৃত আইনটা জানতে চাচ্ছি। কেউ হকদার হলে তাকে যেন না ঠকতে হয় তাই এই ব্যাপার টা যদি একটু ভাল করে বুঝিয়ে দিতেন তাহলে খুব ভাল হতো৷
ধন্যবাদ।

1 Answer

0 votes
by (608,280 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হযরত আবু উমামা রাযি থেকে বর্ণিত,রাসূলুল্লাহ সাঃ বলেনঃ
ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻗَﺪْ ﺃَﻋْﻄَﻰ ﻛُﻞَّ ﺫِﻱ ﺣَﻖٍّ ﺣَﻘَّﻪُ ، ﻓَﻠَﺎ ﻭَﺻِﻴَّﺔَ ﻟِﻮَﺍﺭِﺙٍ
নিশ্চয় আল্লাহ তা'আলা প্রত্যেক হক্বদারকে তার প্রাপ্য হক্ব (নির্ধারণ)করে দিয়েছেন।সুতরাং ওয়ারিছদের জন্য আর কোনো ওসিয়্যাত নেই।
অর্থাৎ-মূত্যুর পরে কাউকে কিছু দানের সিদ্ধান্ত নিলে সেটা ওসিয়ত হয়ে যায়,আর নিজ ওয়ারিছদের মধ্য থেকে কারো জন্য ওসিয়ত করা জায়েয নয়।তবে ওয়ারিছ ব্যতীত অন্য কারো জন্য এক তৃতীয়াংশ মালে ওসিয়ত করা জায়েয আছে। (সুনানে আবু-দাউদ-২৮৭০সুনানে তিরমিযি-২১২০সুনানে নাসাঈ-৪৬৪১ইবনে মাজাহ-২৭১৩)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মৃত ব্যক্তির সকল প্রকার সম্পদ চায় ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হোক বা ক্রয়সূত্রে প্রাপ্ত হোক, বন্টন নীতি একটাই।
মা ৬ভাগের ভাগ পাবে।এবং আখয়াফি ভাই/বোন(মায়ের অন্য স্বামীর সন্তান) একের অধিক হলে তারা 

وَالثَّالِثُ - الْأَخُ لِأُمٍّ وَلَهُ السُّدُسُ وَلِلِاثْنَيْنِ فَصَاعِدًا الثُّلُثُ وَإِنْ اجْتَمَعَ الذُّكُورُ وَالْإِنَاثُ اسْتَوَوْا فِي الثُّلُثِ. 
মায়ের অন্য স্বামীর সন্তান একজন হলে ৬ভাগের এক ভাগ এবং একের অধিক হলে ৩ভাগের ১ ভাগ সম্পত্তি পাবে।এক্ষেত্রে আখয়াফি ভাই/বোন এই ৩/১ ভাগের মধ্যে শরীক থাকবে।ভাই বোনের অংশের ডাবল পাবে।
(ফাতাওয়ায়ে হিন্দিয়া-৬/৪৪৮)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (608,280 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by (608,280 points)
আপনি কল দিবেন।০১৭১৭৯১৭৬৮৬

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...