বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আয়েশা রাযি থেকে বর্ণিত
عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُعْجِبُهُ التَّيَمُّنُ فِي تَنَعُّلِهِ وَتَرَجُّلِهِ، وَطُهُورِهِ، وَفِي شَأْنِهِ كُلِّهِ. متفق عليه.
মাথা চিরুণী দেওয়া এবং জুতা পরিধান করা এবং পবিত্রতা অর্জন করা এমনকি সমস্ত বিষয়ে রাসূলুল্লাহ সাঃ এর পছন্দ ডান দিক ছিলো।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম রাস্তায় হাঠার সময় ডান দিকে হাটতেন।
(২)
হযরত হিনদ ইবনে আবি হালা থেকে বর্ণিত, তিনি বলেন,
عن هند بن أبي هالة قال: " ... خافض الطرف ، نظره إلى الأرض أطول من نظره إلى السماء، جل نظره الملاحظة ".
রাসূলুল্লাহ সাঃ এর দৃষ্টি অবনত থাকত,উনার দৃষ্টি আসমানের চেয়ে বেশী জমিনের দিকে থাকত।
(শামায়েলে তিরমিযি-৮,ছিকাত-ইবনে হিব্বান-২/১৪৫)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
রাসূলুল্লাহ অধিকাংশ সময় জমিনের দিকে দৃষ্টি দিয়ে চলাফেরা করতেন। সুতরাং প্রয়োজনে এদিক ওদিকও তাকানো যাবে।বিনা প্রয়োজনে জমিনের দিকে দৃষ্টি দেয়াই সুন্নত।
আপনি যদি আশপাশ দেখতে চান, আশপাশ যদি আপনার দেখার ইচ্ছা হয়, তাহলে আপনি তাকাতে পারবেন।