আসসালামু আলাইকুম।
আমার কলেজের এক ক্লাসমেট আমাকে বলেছে জান্নাতে গেলেও নাকি কষ্ট আছে একটা????
কিন্তু আমি জানি জান্নাতে কোন প্রকারের হিংসা,বিদ্বেষ, কষ্ট,, ক্ষোভ নেই।। উচ্চ পর্যায়ের জান্নাতি দের দেখে নিম্ন পর্যায়ের জান্নাতিরা কোনো হিংসা করবে না এটা আমি জানতাম। । আমি যখন জিজ্ঞেস করলাম জান্নাতে কিসের কষ্ট!!?? তখন সে বলল জান্নাতিরা একেকজন একেকরকম নিয়ামাত পাবে,,,জান্নাতে যখন আল্লাহ তার সামন থেকে পর্দা সরায় দিবেন তখন নাকি উচ্চ পর্যায়ের জান্নাতিরা আল্লাহকে বেশিক্ষন দেখবে আর নিম্ন পর্যায়ের জান্নাতিরা আল্লাহকে কম সময় ধরে দেখবে,,,আর এজন্য নাকি নিম্ন পর্যায়ের জান্নাতিদের কষ্ট হবে। এটা সে বলছে। রেফেরেন্স যখন চাইলাম তখন থেকে বিভিন্ন টালবাহানা করল কিন্তু শেষ পর্যন্ত কোনো রেফারেন্স দিলো না সে। আমাকে সত্যটা জানিয়ে উপকার করবেন ইনশাআল্লাহ।
জাযাকাল্লাহ খাইরান।