আসসালামু আলাইকুম,
১. একজনের একটি জিনিসের ক্ষতি আমার দ্বারা হয়েছে কি না এটা আমি সঠিকভাবে মনে করতে পারছি না। ঐ ক্ষতিটা আগে থেকেই হয়তো ছিল, বা আমার থেকেও হতে পারে। এমনটা মনে হচ্ছে।
এখন যেহেতু কিছুটা সন্দেহ আমার হচ্ছে, সেহেতু আমি তাকে উক্ত ক্ষতিটার কথা না জানিয়ে কি তাকে সেই ক্ষতির ক্ষতিপূরণ হিসেবে কিছু অর্থ তাকে দিয়ে দিলে হক আদায় হবে? আদও আমার থেকে হয়েছিল কি না এটা নিয়ে খুবই সন্দিহান। এখন বলতে গেলে সে তার জিনসিটার আসল ক্ষতিকারক হিসেবে আমাকেই হয়তো ভাবতে পারে।