আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
145 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (7 points)
১।স্বামীর জন্য সাজগোজ করা কি সুন্নাহ/মুস্তাহাব? স্বামীর জন্য সাজগোজের উদ্দেশ্যে মেকাপ কোর্স নেওয়া যাবে?নাকিএটা কি অপচয় এর মধ্যে পড়বে?

২।স্বালাতের পরে "সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়াল্লাহু আকবার এটা এইভাবে একসাথে ৩৩ বার পড়তে হবে?নাকি আলাদা করে সুবহানাল্লাহ ৩৩ বার,আল্লাহু আকবার ৩৩বার?

৩।সকালের মাসনুন আমালে ৩ বার তিনকুল পড়তে হয় আবার ফযরের পরে ১ বার তিন কুল পড়তে হয়।তো মোট চার বার তিন কুল পড়তে হবে?নাকি তিনবার পড়লে দুইটা 'আমালই হয়ে যাবে?

৪।সকাল বিকালের মাসনুন 'আমাল এবং স্বালাতের পরে জিকির এগুলো কি স্ব শব্দে নাকি নিঃশব্দে করতে হবে?

৫।কারো বাবার ইনকাম পুরো পুরি হালাল নয়।তার মুখের স্কিনে ব্রণের মতো ফুসকুড়ি আরো বিভিন্ন স্কিনপ্রবলেম দেখা দিয়েছে।তাতে বিশেষ কিছু অসুবিধা হচ্ছেনা যাস্ট দেখতে খারাপ লাগছে এই আরকি।উক্ত ব্যাক্তি মাযুর হওয়ার কারণে তার বাবার হালাল হারাম মিশ্রিত ইনকাম থেকে যতটুকু ব্যাবহার করলে বেচেঁ থাকা যায় ততটুকু ব্যাবহার করতে চায়।এক্ষেত্রে স্কিনপ্রবলেমের জন্য ডাক্তার দেখানো বা কোনো ওষুধ কেনা ইত্যাদি কি উচিত হবে?

1 Answer

0 votes
by (587,340 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
নারীদের জন্য মেহেদি দেয়া সুন্নাত।মেহেদি না দিলে পুরুষের হাতের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়,সেজন্য মহিলাদের জন্য মেহেদি না লাগানো মাকরুহ। (আহসানুল ফাতাওয়া-৯/৬৭)
আল্লাহ-ই ভালো জানেন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/221

যদি শরীয়ত সম্মত বিউটি পার্লার হয় তাহলে শুধুমাত্র স্বামীকে খুশী করার জন্য বিউটি পার্লার থেকে বৈধ অস্থায়ী সাজগোছ যেমন ক্রিম ইত্যাদি দিয়ে সাজা বৈধ আছে।
এক্ষেত্রে ৩টি জিনিষ অত্যন্ত গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে হবে।
১/বিউটি পার্লার শরীয়ত সম্মত হতে হবে।
২/বৈধ সাজগোছ করতে হবে।
৩/শুধুমাত্র স্বামীকে সন্তুষ্টি করার জন্য হতে হবে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/466

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বামীর জন্য সাজগোজ করাকে মুস্তাহাব বলা যেতে পারে। স্বামীর জন্য সাজগোজের উদ্দেশ্যে মেকাপ কোর্স নেওয়া যাবে যদি সেই কোর্সটি স্বল্পমূল্যের হয়ে থাকে।তবে বেশী মূল্যর হলে সেটা অপচয়ের মধ্যে পড়বে।

(২)
পৃথক পৃথকভাবে সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৩/৩৪ বার। এভাবে পড়তে হবে।

(৩)
প্রশ্নটি অস্পষ্ট।স্পষ্ট করে কমেন্টে উল্লেখ করবেন।

(৪)
সকাল বিকালের মাসনুন 'আমাল এবং স্বালাতের পরে জিকির এগুলো ঠোট নাড়িয়ে নিঃশব্দে করাই উত্তম।

(৫)
জ্বী,উনি যদি মহিলা হন,তাহলে বাবার হারাম হালাল মিশ্রিত টাকা দ্বারা চিকিৎসা করাতে পারবেন।সাবালক পুরুষ হলে পারবেন না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (587,340 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...