ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
নারীদের জন্য মেহেদি দেয়া সুন্নাত।মেহেদি না দিলে পুরুষের হাতের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়,সেজন্য মহিলাদের জন্য মেহেদি না লাগানো মাকরুহ। (আহসানুল ফাতাওয়া-৯/৬৭)
আল্লাহ-ই ভালো জানেন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/221
যদি শরীয়ত সম্মত বিউটি পার্লার হয় তাহলে শুধুমাত্র স্বামীকে খুশী করার জন্য বিউটি পার্লার থেকে বৈধ অস্থায়ী সাজগোছ যেমন ক্রিম ইত্যাদি দিয়ে সাজা বৈধ আছে।
এক্ষেত্রে ৩টি জিনিষ অত্যন্ত গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে হবে।
১/বিউটি পার্লার শরীয়ত সম্মত হতে হবে।
২/বৈধ সাজগোছ করতে হবে।
৩/শুধুমাত্র স্বামীকে সন্তুষ্টি করার জন্য হতে হবে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/466
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বামীর জন্য সাজগোজ করাকে মুস্তাহাব বলা যেতে পারে। স্বামীর জন্য সাজগোজের উদ্দেশ্যে মেকাপ কোর্স নেওয়া যাবে যদি সেই কোর্সটি স্বল্পমূল্যের হয়ে থাকে।তবে বেশী মূল্যর হলে সেটা অপচয়ের মধ্যে পড়বে।
(২)
পৃথক পৃথকভাবে সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৩/৩৪ বার। এভাবে পড়তে হবে।
(৩)
প্রশ্নটি অস্পষ্ট।স্পষ্ট করে কমেন্টে উল্লেখ করবেন।
(৪)
সকাল বিকালের মাসনুন 'আমাল এবং স্বালাতের পরে জিকির এগুলো ঠোট নাড়িয়ে নিঃশব্দে করাই উত্তম।
(৫)
জ্বী,উনি যদি মহিলা হন,তাহলে বাবার হারাম হালাল মিশ্রিত টাকা দ্বারা চিকিৎসা করাতে পারবেন।সাবালক পুরুষ হলে পারবেন না।