আসসালামু আলাইকুম।
১.আযানের সময় মাথায় কাপড় দেয়ার কোনো হাদীস এখনো যদিও আমি পাই নী। তবে শুনেছি এইটা একটা আদব। তবে এত এত যে আযানের জবাব আর দুআর কথা শুনি, বা দুআ আমল পড়ি এর মধ্যে মাথায় কাপড় দেওয়ার কথা আসে না। তবে কি আজান শুরু হলে মাথায় কাপড় টানতে হবে? নাকি এইটা বিদাআত?
২.এখন অনেকে বিড়াল পালেন। আর এর জন্য বিড়ালদের নিউটার করার জনপ্রিয়তা বাড়ছে। কারণ কিছুদিন পর পর এত গুলো বাচ্চা হয় যা পালার সামর্থ্য তো কারো থাকে না, অ্যাডাপশন নেয় না কেউ, অথচ বাচ্চা গুলো না খেয়ে কষ্টের জীবন পার করে, অথবা বাড়িতে রাখলে অনেক ঝামেলা সহ্য করতে হয়। এগুলো যুক্তি দিয়ে সব বিড়ালদের নিউটার করানো হচ্ছে, আরো অনেক কারণ থাকতে পারে।
এভাবে প্রাণীদের সাথে নিজেদের খেয়াল খুশি মত আচরণ করা কি জায়েজ হবে? ওদের তো নিজেদের বাচ্চা বা বংশধর এর হক আছে, তাছাড়া এভাবে তো ওই প্রাণীর সংখ্যা কমে যেতে থাকবে যা সৃষ্টির জগতের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। একটা প্রাণীর বংশ বৃদ্ধি না করতে দেওয়া কি তার হক নষ্ট করে? এটা কি প্রকৃতির বিপরীত যা আল্লাহ স্বাভাবিক ভাবে সৃষ্টি করেছেন আর মানুষ তাতে বিশৃঙ্খলা তৈরি করছে?
এছাড়াও, মুরগি বা পাখি দের ডিম মা ছাড়া ফুটানো বা বড়ো করা, এগুলো কি হক নষ্ট করে? যদিও মানুষের জন্যই আল্লাহ এগুলো সৃষ্টি করেছেন, তবে মানুষ দিন দিন বেশি লাভের আশায় অনেক এক্সট্রিম পর্যায়ে চলে যায় প্রাণীদের ফার্মিং এ।