আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
284 views
in পবিত্রতা (Purity) by (12 points)
ওজুর দোয়া পড়া কি বিদা'আত? ওজুর কোন স্পেসিফিক মাসনুন দোয়া আছে???  না থাকলে ওজুর সময় কি কি পাঠ করতে হবে???

1 Answer

0 votes
by (606,450 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
রাসূলুল্লাহ সাঃ থেকে অজুর প্রথমে এবং শেষে দু'আ বর্ণিত রয়েছে।

অজুর প্রথমে বিসমিল্লাহ প্রমাণিত রয়েছে-
রাসূলুল্লাহ সা বলেছেন,
( لا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرْ اسْمَ اللَّهِ عَلَيْهِ )
যে ব্যক্তি বিসমিল্লাহ বলে অজু শুরু করবে না তার অজুই হবে না।(সুনানু তিরমিযি-২৫)

উক্ত হাদীসের সনদ নিয়ে কালাম রয়েছে।তবে আলবানি সহীহ বলেছেন।

 ইমাম নববী রাহ বলেন,
বিসমিল্লাহ দিয়ে অজু শুরু করার সবচেয়ে বিশুদ্ধ হাদীস হল,হযরত আনাস রাযি এর হাদীস।(আল-মাজমু-১/৩৮৫)


অজুর শেষের দু'আ সম্পর্কে অনেক হাদীসই বর্ণিত রয়েছে।

( أشْهَدُ أنْ لا إله إِلاَّ اللَّهُ وَحْدَهُ لا شَرِيك لَهُ ، وأشْهَدُ أنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ ، اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَوَّابِينَ ، واجْعَلْني مِنَ المُتَطَهِّرِينَ ، سُبْحانَكَ اللَّهُمَّ وبِحَمْدِكَ ، أشْهَدُ أنْ لا إلهَ إِلاَّ أنْتَ ، أسْتَغْفِرُكَ وأتُوبُ إِلَيْكَ )

হযরত উমর ইবনে খাত্তাব রাযি থেকে বর্ণিত
عن عمر بن الخطاب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : ( مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُبْلِغُ أَوْ فَيُسْبِغُ الْوَضُوءَ ثُمَّ يَقُولُ : أَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ، إِلا فُتِحَتْ لَهُ أَبْوَابُ الْجَنَّةِ الثَّمَانِيَةُ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ )
সহীস মুসলিম-২৩৪

ইমাম তিরমিযি উক্ত দু'আয় শেষে একটু বাড়িয়ে বলেন,
( اللَّهُمَّ اجْعَلْنِي مِنْ التَّوَّابِينَ ، وَاجْعَلْنِي مِنْ الْمُتَطَهِّرِينَ )
সুনানু তিরমিযি-৫৫)

তবে হাফিয ইবনে হাজার ইমাম তিরমিযি রাহ এর বাড়ানোকে দুর্বল বলে থাকেন।(আল-ফুতুহাতুর-রাব্বানিয়্যাহ-২/১৯)কিন্তু ইবনুল কাইয়্যুম রাহ বিশুদ্ধ বলেছেন।

আ'মলুল ইয়াওমি ওয়াল-লাইল কিতাবে ইমাম নাসায়ী রাহ থেকে আরও বর্ণিত রয়েছে-
(سُبْحانَكَ اللَّهُمَّ وبِحَمْدِكَ ، أشْهَدُ أنْ لا إلهَ إِلاَّ أنْتَ ، أسْتَغْفِرُكَ وأتُوبُ إِلَيْكَ)

এ হল রাসূলুল্লাহ সাঃ থেকে বর্ণিত দু'আ সমূহ।এছাড়া প্রত্যেক অঙ্গ ধৌত করতে আর বিশেষ কোনো দু'আ সহীহ হাদীস দ্বারা প্রমাণিত নয়।ইমাম নববী রাহ লিখেন,
وأما الدعاء على أعضاء الوضوء فلم يجئ فيه شيء عن النبي صلى الله عليه وسلم .
(আল-আযকার-৩০)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...