আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
382 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (23 points)
১.নূহ (আ.) এর যুগে যদি আকিদার বিভ্রান্তি হয়,,তাহলে কাবিল কীভাবে শয়তান দ্বারা পরোচিত হলো?

২. আমরা সকল নবী-রাসূলকেই মানি।সবাইকে তো অনুসরণ করি না।এখন কথা হচ্ছে যারা নবী-রাসূলদের মেনে চলে তারা সঠিক পথ প্রাপ্ত।যারা করে না তারা পথভ্রষ্ট।এক্ষেত্রে ব্যাখ্যা টা কি হবে?

৩.অনার্সে যে পরীক্ষা গুলো হয় সময় ৪ ঘন্টা নিয়ে হয়।এক্ষেত্রে যোহর পড়া গেলেও আসর এবং মাগরিব কাযা হয়ে যায়।এই দুনিয়াবি পরীক্ষার কারণে নাকি নামায কাযা জায়েয হবে না?

৪.সূরা ইখলাস দিয়ে প্রত্যেক ওয়াক্ত নামাজ পরলে কি নামায হবে?

৫.বিয়ের জন্য ছলে দেখতে আসলে কতটুকু দেখানো যায়েজ?তার সামনে কি বোরকা পরতে হবে?নাকি জামা পরে হিজাব করলেও হবে?ছেলে দ্বীনদার কিনা বুঝার উপায় কি?ছেলের পরিবার বেদ্বীন হলে কি বিয়েতে রাজি হওয়া ঠিক হবে?বিয়ের জন্য পাএপক্ষকে ছবি দেওয়া যাবে?

৬.পর্দা করার জন্য নিজে মুটামুটি চেষ্টা করলেও অনাকাঙ্ক্ষিতভাবে কেউ দেখে গেলে কি গুনাহ হবে?
যেমন কাজ করতেছে খেয়াল নেই কেনো পুরুষ যদি অনুমতি না নিয়ে চলে আসে তখন কি দেখে ফেললে ওই মহিলার গুনাহ হবে?১০ বছরের বড় ছেলে দেখলে কি গুনাহ হবে?

1 Answer

0 votes
by (565,890 points)
edited by
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ- 


(০১)
শয়তান তো জান্নাতে হযরত আদম আঃ কেও ওয়াসওয়াসা দিয়েছিলো।
সুতরাং শয়তান দ্বারা কাবিলের প্ররোচিত হওয়া কোনো অসম্ভব বিষয় নয়।


(০২)
আল্লাহ তা‘আলা পবিত্র কুরআনে ইরশাদ করেন-

آَمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آَمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ      

তরজমা: রাসূল ঈমান আনয়ন করেছেন ঐ সকল বস্তু সম্পর্কে যা তার পালনকর্তার পক্ষ থেকে তাঁর ওপর অবতীর্ণ হয়েছে এবং মুসলমানরাও। সবাই ঈমান রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাগণের প্রতি, তাঁর কিতাবসমূহের প্রতি এবং তাঁর নবীগণের প্রতি। তারা বলে, আমরা তাঁর নবীগণের মাঝে কোন পার্থক্য করি না এবং তারা আরো বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা আপনার নিকট ক্ষমা চাই, ওহে আমাদের পালনকর্তা! আমরা সকলেই আপনারা দিকে প্রত্যাবর্তন করি। [সূত্র : সূরা বাকারা, আয়াত ২৮৫।]

وَمَنْ يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآَخِرِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا     

“যে ব্যক্তি আল্লাহর ওপর, তাঁর ফেরেশতাগণের উপর, তাঁর কিতাবসমূহের ওপর এবং তাঁর রাসূলগণের ওপর ও কিয়ামত দিবসের ওপর বিশ্বাস করবে না, সে পথভ্রষ্ট হয়ে বহু দূরে গিয়ে পড়বে”। [সূত্র: সূরা নিসা, আয়াত ১৩৬।

হাদীসে জিবরাঈলে উল্লেখ আছে, হযরত জিবরাঈল আ. আল্লাহ তা‘আলার পক্ষ থেকে ছদ্মবেশে এসে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ঈমান কাকে বলে? জবাবে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ

اَنْ تُؤ مِنَ بِا للّهِ وَمَلئِكَتِه وَكُتُبِه وَرُسُلِه والْيَؤمِ الاَخِرِ وَتُؤْمِنُ بِا لْقَدْرِ خَيْرِه وَ شَرِّه

ঈমানের হাকীকত হলো, তুমি মনে-প্রাণে বদ্ধমূলভাবে বিশ্বাস স্থাপন করবে আল্লাহ তা‘আলার ওপর, তাঁর ফেরেশতাগণের ওপর, আসমানী কিতাবসমূহের ওপর, আল্লাহ তা‘আলার নবী-রাসূলগণের উপর, কিয়ামত দিবসের ওপর এবং তাকদীরের ভালো-মন্দ সবকিছুই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হওয়ার ওপর।  [সূত্র: বুখারী খণ্ড-১, পৃষ্ঠা-১২ ও মুসলিম। মিশকাত শরীফ, খণ্ড-১, পৃষ্ঠা-১১] 

উল্লেখিত আয়াত ও অত্যন্ত প্রসিদ্ধ এ হাদীসটি ‘ঈমানে মুফাসসাল’-এর ভিত্তি। ঈমানে মুফাসসালের মাধ্যমে এ কথাগুলোরই স্বীকৃতি জানানো হয় এবং মনে-প্রাণে বদ্ধমূল বিশ্বাসের ঘোষণা করা হয় যে,

أَ مَنْتُ باِ للهِ وَ مَلأَئِكَتِه وَ كُتُبِهِ وَرُسُلِه وَالْيَوْ مِ الأخِرِ وَالقَدْرِ خَيْرِه وَشَرِّه مِنَ ا للهِ تَعَالي والْبَعْثِ بَعْدَا لْمَوْتِ

আমি ঈমান আনলাম বা অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করলাম-১. আল্লাহ তা‘আলাকে, ২. তাঁর ফেরেশতাগণকে, ৩। তাঁর প্রেরিত সকল আসমানী কিতাবকে, ৪. তাঁর প্রেরিত সকল নবী-রাসূলকে, ৫. কিয়ামত দিবসকে অর্থাৎ সমস্ত বিশ্বজগত একদিন শেষ হবে, তাও বিশ্বাস করি, ৬। তাকদীরকে বিশ্বাস করি অর্থাৎ জগতে ভালো-মন্দ যা কিছু হয়, সবই আল্লাহ তা‘আলার সৃষ্ট, তাঁরই পক্ষ হতে নির্ধারিত এবং মৃত্যুর পর কিয়ামতের দিন পুনর্বার জীবিত হতে হবে, তাও অটলভাবে বিশ্বাস করি। 

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
সকল নবী রাসুল আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়েই এসেছিলেন।
সকলেই একই বিষয় নিয়েই এসেছেন । 
তাই আমরা যে সকল নবী রাসুলদেরকে সত্য হিসেবে বিশ্বাস করি,এর দ্বারাই হয়ে যাবে।
শেষ নবীকে অনুসরণ করলে সকল নবি রাসুলকেই অনুসরণ করা হয়ে যাবে।
কেননা সকলেই একই বিষয় নিয়েই দুনিয়াতে এসেছেন।
সকলের ধর্ম ইসলাম ছিলো।

(০৩)
এক্ষেত্রে গুনাহ হবে।
গুনাহের দরুন আল্লাহর নিকট ক্ষমা চেয়ে নিতে হবে।
আল্লাহ তায়ালা মাফ করবেন।
ইনশাআল্লাহ। 

(০৪)
নামাজ হয়ে যাবে।
তবে অন্য সুরা মুখস্থ থাকলে ইচ্ছাকৃতভাবে এভাবে একই সুরা প্রত্যেক ওয়াক্তে পড়লে নামাজ মাকরুহ হবে।

(০৫)
বোরকা পড়া বাধ্যতামূলক নয়।
জামা পরে হিজাব করলেও হবে।
শুধু মাত্র চেহারা আর হাতের কবজি পর্যন্ত দেখানো যাবে।

★ছেলে দ্বীনদার কিনা বুঝার উপায় হলো,ছেলে নিম্নে একমুষ্ঠি দাড়ি রেখেছে কিনা,দেখতে হবে।
৫ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে কিনা,জেনে নিতে হবে।
রোযার বিধান পূর্ণ ভাবে পালন করার বিষয় জেনে নিতে হবে।

তার বাসায় বা যেখানে স্ত্রীকে রাখবে, সেখানে পূর্ণ পর্দার ব্যবস্থা আছে কিনা,সেটা জানতে হবে।

বিবাহের মধ্যে ও পরবর্তীতে বাসার মধ্যে ও বাসার বাহিরে স্ত্রীকে পূর্ণ ভাবে পর্দা করতে স্বামী বা স্বামীর পরিবারের কেউ বাধা দিবেনা,সেটা নিশ্চিত করে জেনে নিতে হবে।

(০৬)
পর্দা রক্ষার চেষ্টার পরেও অনাকাঙ্ক্ষিতভাবে কেউ দেখে গেলে গুনাহ হবেনা।

১০ বছরের বড় ছেলে যেহেতু সাধারণত বালেগ হয়না,তাই বালেগ না হলে সে দেখলে গুনাহ হবেনা।
তবে সে যেহেতু বালেগ হওয়ার নিকটতম, তাই তার সামনেও পর্দা করা ফুকাহায়ে কেরামগন আবশ্যক বলেছেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...