ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
কাপড়ে যদি নাপাকি লাগে আর তা যদি এমনভাবে শুকিয়ে যায় যে এর চিহ্ন,গন্ধ কিছুই বাকি থাকেনা। তাহলেও তা পাক হবে না।বরং উক্ত কাপড়কে ধৌত করতে হবে। হ্যা, যদি এক দিরহামের কম হয়, তাহলে কাপড় নাপাক হবে না।উক্ত কাপড় সহকারে নামায পড়া যাবে।
(২)
শরীরে যদি নাপাকি লাগে আর তা যদি মুছে ফেলা হয়, তাহলেও তা পাক হবে না।বরং ধৌত করতে হবে।হ্যা, যদি এক দিরহামের কম হয়, তাহলে কাপড় নাপাক হবে না।উক্ত কাপড় সহকারে নামায পড়া যাবে।
(৩)
ক্ষতিকর বলতে কি? তার অর্থ আপনাকে বুঝতে হবে।
মুবাইল সর্বাবস্থায় ক্ষতিকর নয়।যখন মুবাইল ক্ষতিকরের পর্যায়ে পৌছে যাবে, তখন আর মুবাইলকে ব্যবহার করা যাবে না।
(৪)
জ্বী, নিসফে সাক্ব তথা হাটুর নীচ পর্যন্ত লম্বা জামা পড়া সুন্নত।